গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ১২ কেজি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ছয় কোটি ১৫ লাখ টাকা।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক হতে আগত থাই এয়ারলাইন্সের টিজি-৩৩৯ ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।
আটক আরশাদ আয়াজ আহমেদ (৪৬) পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী গণমাধ্যমকে জানান, টিজি-৩৩৯ ফ্লাইটটি ৯নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর আরশাদ আয়াজ আহমেদ প্রথম দিকেই বেরিয়ে আসেন। এরপর কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম ওই যাত্রীকে অনুসরণ করেন এবং গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার নিকট শুল্ককর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তা অস্বীকার করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করা হয় এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১২ কেজি ৩শ গ্রাম।
তিনি আরও জানান, আটক ওই যাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে এবং একই সাথে দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।