পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ পিস স্বর্ণের বারসহ আবু সালেহ মুসা নামে প্লেনের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। গতকাল মঙ্গলবার ভোরে ওই পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কাস্টমস হাউস জানায়, চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা হ্যাংগার গেইটসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করছিলেন। একপর্যায়ে মঙ্গলবার ভোর ৫টায় আবু সালেহ মুসা নামে প্লেনের এক পরিচ্ছন্নতাকর্মী হ্যাংগার গেইট দিয়ে বের হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।