বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদ উপলক্ষে নানী বাড়িতে বেড়াতে এসে রাজশাহী মহানগরীতে দেয়াল ধসে সাজ্জাদ হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ মান্দারি এলাকার সয়েদুল্লাহর ছেলে।
গতকাল সোমবার রাত প্রায় আটটার দিকে মহানগরীর রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঈদ উপলক্ষে নানির বাড়ি বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির দেয়াল ধসে সাজ্জাদ নামের ওই শিশু চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই মিজান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।