Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে ৫৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিবারের পাঁচ সদস্যের কাছ থেকে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল সকাল পৌনে ৭টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় এ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৫৮ লাখ ১০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দারা জানতে পারে যে, ওমানের মাসকট থেকে বিএস ৩২২ বিমান যোগে স্বর্ণ চোরাচালান হবে। শুল্ক গোয়েন্দার দল বিমান তল্লাসী করেও কোন স্বর্ণ না পাওয়ায় দ্রুত যাত্রী বেল্ট ও গ্রিন চ্যানেল এলাকায় অবস্থান নেয়। এ সময় ওই পাঁচ যাত্রী কোন প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হবার সময় তাদের শরীরে তল্লাশী করে স্বর্ণগুলো পাওয়া যায়। যার মধ্যে দুটি ১০ তোলা স্বর্ণবার, বার দিয়ে মোটা করে চেইন বানানো ৫টি কাঁচা সোনা ও দন্ড বানানো ৬টি কাঁচা স্বর্ণদন্ড। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৫৮ লাখ ১০ হাজার টাকা। তিনি আরও বলেন, ওই পাঁচ যাত্রীর বাড়ি নোয়াখালীতে। তারা সবাই একই পরিবারের সদস্য। উদ্ধারকৃত স্বর্ণ ও যাত্রীদের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ