বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করতে ক’দিন ধরে চাঁদপুর শহরের ত্রিনদীর মোহনায় ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহায় সারা দেশের ন্যায় চাঁদপুরবাসিও মেতে উঠেছিলো আনন্দে।
প্রতিবছরই ঈদের দিন থেকে ত্রিনদীর মোহনায় ভিড় থাকে চার পাঁচদিন পর্যন্ত। তবে এবার ঈদের দিন বৈরী আবহাওয়ার কারণে বিকেলে মানুষের তেমন উপস্থিতি দেখা না গেলেও ২য় দিন থেকে শুরু হয় বাঁধভাঙ্গা ঢল। দর্শনার্থীদের এমন ঢল এখনো চলমান।
চাঁদপুরে প্রকৃতি সৃষ্ট একমাত্র পর্যটন কেন্দ্র পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া এ তিন নদীর মিলনস্থল বড় স্টেশন মোলহেডে শুধুমাত্র শহরবাসী নয় এবং বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। ত্রিনদী মোহনার চারপাশে থাকে ছোট-বড় ইঞ্জিনচালিত নৌকা ও স্প্রীডবোর্ড। দর্শনার্থীরা কিছু সময়ের জন্য ছুটে যান মেঘনার ঘুর্ণয়স্্েরাত দেখতে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঘুরতে আসেন তাদের পরিবার পরিজন নিয়ে। সন্ধ্যার পরও অধিক সময় পর্যন্ত তিনটি নদীর মিলনস্থলে ঘুরে ফিরে সময় কাটান। মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক মহামিলন।
নাগর দোলা এবং চরকী ঘোড়া থাকায় শিশুরা সেগুলিতে চড়ে আরো বেশি আনন্দ পায়। আবার কেউ কেউ নিজস্ব ক্যামেরা কিংবা মুঠোফোনে বিভিন্ন রঙে ঢঙে ইলিশ সেলফি জোন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্তধারা এবং ত্রিনদীর মোহনায় দাঁড়িয়ে সেলফি তুলে আনন্দ উপভোগ করতে দেখা যায় দর্শনাথীদের। চাঁদপুর জেলা প্রশাসনে পক্ষ থেকে এবার মোলহেডে গাড়ি পার্কিয়ের ব্যবস্থা করায় দর্শনার্থীরা নিশ্চিন্তে ঘুরে বেড়িয়েছেন।
ত্রিনদীর মোহনা শহরের বড় স্টেশন মোলহেডে ঘুরতে আসা সাদ্দাম হোসেন, পারুল বেগম, সুমাইয়া আক্তার, রিপন হোসেন, শাহাদাত হোসেন, আলিফা আক্তারসহ বেশ কয়েকজন দর্শনার্থী জানান, চাঁদপুরে তেমন কোনো পর্যটন কেন্দ্র না থাকায় এটিই এখন একমাত্র বিনোদনের স্থান। তাদের দাবি মোলহেডের এই জায়গাটি আরো উন্নত করা হলে দর্শনার্থীরা এসে আরো বেশি আনন্দিত হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।