Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কোচের পদ ছাড়লেন আকিব

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগে আফগানিস্তানের কোচের পদ ছেড়ে দেশের ক্রিকেটে যুক্ত হয়েছেন ইনজামাম-উল হক। আকিব জাবেদও কি একই পথে হাটছেন? সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে গতকাল সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ । এরপরই থেকেই এমন প্রশ্ন ঘুরছে ক্রিকেটাঙ্গনে। পাকিস্তান সুপার লিগের ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্সের পরিচালক (ক্রিকেট অপারেশন) পদের দিকে। এছাড়া পাক জাতীয় দলের কোচ হতে পারেন বলেও খবর চাউর হয়েছে।
এছাড়া এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার কারনে পদত্যাগ করেন পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনুস। শোনা যাচ্ছে, আকিব জাভেদকে মিজবাহদের দায়িত্ব দেয়া হতে পারে। এই দায়িত্ব গ্রহণ করতে নিজেও ইচ্ছুক বলে জানান তিনি। পাকিস্তান দলের কোচ হওয়ার বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেনÑ ‘যদি কখনো কোনো পূর্ণ টেস্ট খেলুড়ে দলের প্রধান কোচ হওয়ার সুযোগ আসে, তাহলে সেটা অবশ্যই বিবেচনা করব।’
২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কোচ ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জাভেদ। এরপর ২০১২ সালে তার সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করে আরব আমিরাত। দলের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে ৪৩ বছর বয়সী বলেনÑ ‘আমি মনে করি এই দলের সঙ্গে আমি অনেক কিছু করেছি। আমার জন্য করার মতো আর কিছু বাকি নেই। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং পাকিস্তানে ফিরে যেতে চাই।’
আমিরাতের দায়িত্ব নিয়ে ব্যাপক সাফল্য দেখিয়েছেন সাবেক পাক ক্রিকেটার। তার সময়কালেই আমিরাত ওয়ানডে ও টি-টোয়েন্টির দল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় তারা। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপেও খেলেছে জাভেদের শিষ্যরা। ১৯৯৬ সালের পর এটিই ছিল বড় কোনো টুর্নামেন্টে তাদের একমাত্র অংশগ্রহণ। এদিকে লাহোর কালান্দার্সের নির্বাহী আতিফ রানা জানিয়েছেনÑ ‘আমরা আকিবের সঙ্গে দীর্ঘ দিন ধরে আলোচনা করছি। এখন পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়নি। কিছু আলোচনা বাকি আছে, সেটা সম্পন্ন হলেই আমরা ঘোষণা দেব।’
১৯৮৯ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পাকিস্তান দলের হয়ে খেলেন জাবেদ। ৫৪টি টেস্ট ও ১৮২টি ওয়ানডে উইকেট তার। ১৯৯২ সালে ইমরান খানের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন আকিব জাবেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোচের পদ ছাড়লেন আকিব

২১ এপ্রিল, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ