Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারো কি নামমাত্র অঙ্কে টাইটেল স্পন্সরশিপ?

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী : আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসলে স্পন্সরশিপ নিয়ে দুর্ভাবনায় পড়তে হয় না বিসিবিকে। দরপত্র আহ্বানে পড়ে ব্যাপক সাড়া। আগে-ভাগে মোটা অংকে টাইটেল, ইনস্টেডিয়া রাইটস  এমনকি টিকিট বিক্রির সত্ত্ব পেয়ে যায় বিসিবি। অথচ, ঘরোয়া ক্রিকেট এলেই বিসিবি’র কমার্শিয়াল কমিটির মাথায় যেনো বজ্রপাত নেমে আসে। পৌনে ৬ কোটি টাকার জাতীয় লীগের টাইটেল স্পন্সরশিপ নামমাত্র অর্থে (৩৫ লাখ টাকা) বিক্রি করেও বাহাবা পেতে চায় বিসিবি’র কমার্শিয়াল কমিটি! জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে আগামীকাল থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। অথচ,  ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় আসর মাঠে গড়ানোর এক দিন আগে পর্যন্ত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের টাইটেল স্পন্সরশিপের সুখবর দিতে পারেননি বিসিবি’র কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ। আশ্চর্য হলেও সত্য, কমার্শিয়াল এন্ড মার্কেটিং কমিটির চেয়ারম্যান হয়েও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের টাইটেল স্পন্সরশিপের ব্যাপারে কিছুই জানেন না তিনিÑ ‘ সিইও’র সঙ্গে কি কখা বলেছেন, উনিই এ ব্যাপারে ভাল বলতে পারবেন।’  
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের এবারের বাজেট বিগত আসরের চেয়ে বেড়েছে ২০ শতাংশ। ১০ লাখ টাকা থেকে ১২ লাখ টাকায় উন্নীত হয়েছে চ্যাম্পিয়ন প্রাইজমানি। সর্বনিম্ন দলটির প্রাইজমানি সেখানে ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ৮০ হাজার টাকায়। অংশগ্রহণ ফি ৭ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে এবার ৮ লাখ ২৫ হাজার টাকা। শুধু এই দু’টি খাতেই বাজেট বেড়ে যাচ্ছে ২৮ লাখ ২০ হাজার টাকা। তার উপর দলগুলোর প্রতিটি ম্যাচ খেলতে মাঠে যাওয়া আসার জন্য পরিবহন খরচা ১২ হাজার টাকা তো বরাদ্দ দিতে হচ্ছেই। এসব মিলিয়ে শুধু প্রিমিয়ার ডিভিশনের বাজেট ১ কেটি ৮১ লাখ ৯১ হাজার টাকা বরাদ্দ দিতে হবে ক্লাবগুলোকে। এর বাইরে ক্লাবগুলোকে জার্সি বাবদ ৬৭ হাজার ৫০০ টাকা করে অনুদান ও যোগ করতে হবে।
এছাড়া সর্বমোট ৮৪টি ম্যাচ  চালানোর জন্য ম্যাচ অফিসিয়ালদের দৈনিক ভাতার অংক সেখানে ছাড়িয়ে যাবে ৩৭ লাখ টাকা। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশী মুদ্রায় ৮৪টি ম্যাচের জন্য ৩৩৪টি মূল্যবান কোকাবুরা বল আমদানীর জন্য মোটা অংকও ব্যয় করতে হচ্ছে বিসিবিকে। যে খাতে ৪৩ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়কেও প্রিমিয়ার ডিভিশনের বাজেটের মধ্যে ধরতে হবে। বিসিবি’র বিভিন্ন কমিটি সূত্রে জানা গেছে তা। তাহলে তো এই সব খাতের যোগফল মিলিয়ে খরচের অংক দাঁড়ানোর কথা ২ কোটি ৭০ লাখ ৬৯ হাজার টাকা!  
সিসিডিএম’র সদস্য সচিব কাজি রাকিব হায়দার পাভেল ও টাইটেল স্পন্সরশিপের সন্ধান এখনো না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন- “এবার লীগ আগের চেয়ে অনেক বেশি জমে উঠবে, তাতে তো টাইটেল স্পন্সরশিপ থেকে ভাল অংক আসার কথা।’ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের কো-অর্ডিনেটর আমিন খান টাইটেল স্পন্সরশিপের এখনো জোগাড় করতে না পারার কোন কারণই দেখতে পাচ্ছেন নাÑ ‘আমার সঙ্গে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের স্পন্সরশিপ পেতে আগ্রহের কথা জানিয়েছে। বিষয়টি আমি অবহিত করেছি,  কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহ দেখছি না।  সিইও’র সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন হয়ে যাবে।’  বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী অবশ্য আশার কথাই বলছেনÑ ‘চেষ্টা করছি, এখনো ফাইনাল হয়নি। আশা করছি পেয়ে যাব স্পন্সর।’
অথচ কি জানেন, গতকাল ঘটা করে আবাহনী আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের জন্য যে জার্সি উন্মোচন করেছে, তাতে মীনা বাজারের লোগো। মোহামেডান টীম স্পন্সরশিপ হিসেবে পেয়েছে লংকা বাংলাকে, লিজেন্ডস অব রূপগঞ্জ পেয়েছে রূপায়নকে, আর ব্রাদার্স ইউনিয়ন পেয়ে গেছে ফোর এইচকে।  প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ এবং প্রাইম দোলেশ্বরের নিজস্ব টীম  স্পন্সর তো আছেই।
আড়াই কোটি টাকা বাজেটের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সর্বশেষ আসরে ৪০ লাখ টাকায় টাইটেল স্পন্সরশিপ জোগাড় করে বাহাবা কুড়িয়েছে বিসিবি’র সংশ্লিষ্ট বিভাগ। টাইটেল স্পন্সরশিপ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় শেষ মুহূর্তে অথবা লীগের মাঝপথে স্পন্সরশিপ জোগাড় হলেও অংকটা কি হবে আশাব্যঞ্জক? না বিগত আসরের মতো এবারো নামমাত্র মূল্যে টাইটেল স্পন্সরশিপ বিক্রি করে বাহাবা নিতে চাইবে বিসিবি? এটাই প্রশ্ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবারো কি নামমাত্র অঙ্কে টাইটেল স্পন্সরশিপ?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ