রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ে ২০১৮-১৯ মৌসুমের আখ রোপণ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপায় আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার চিলারং গ্রামের চাষি জাহাঙ্গীর আলমের জমিতে আখ রোপণের উদ্বোধন করেন সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস শাহী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সদর দফতরের ডিজিএম (মিলস ফার্ম) ফারুক আহম্মেদ, ঠাচিকের জিএম (কৃষি) এ এস এম জাকির হোসেন, জিএম প্রশাসন ঠাচিক মাইনুদ্দিন আহম্মেদ, সবজোন প্রধান (সম্প্র.) আবু রায়হান, সুমন কুমার শাহা, কেন্দ্রীয় আখচাষি সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা), যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ অনেকে।
মিল জোন এলাকায় ৮৬টি ইউনিটে একযোগে আখ রোপণের উদ্বোধন করা হয়। আর ২০১৮-১৯ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার একর জমির আখ চাষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।