Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রাজা’র ‘আখিয়াঁ মিলাউঁ’ গানের পেছনে সঞ্জয় কাপুরের গোপন কথা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০৯ এএম

সঞ্জয় কাপুরকে অচিরেই দেখা যাবে মাধুরী দীক্ষিতের সঙ্গে নেটফ্লিক্সের ‘দ্য ফেইম গেম’ সিরিজে। প্রায় দুই দশক পর দুই অভিনয়শিল্পী আরেকবার পর্দা শেয়ার করতে যাচ্ছেন। ১৯৯৫ সালের ‘রাজা’ ফিল্মে তারা জুটি হয়ে অভিনয় করেছিলেন। ফিল্মটির ‘আখিয়াঁ মিলাউঁ’ এবং ‘নাজরেঁ মিলি দিল ধাড়কা’ গান দুটি সেসময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। ‘দ্য ফেইম গেম’-এর প্রচার কার্যক্রমে এমনকী মাধুরীও ২৭ বছর আগের সঞ্জয়ের একটি গোপন করে রাখা কথাটি জানতে পেরেছেন। সঞ্জয় বলেন, ফিল্মিস্তান স্টুডিওসে শুটিং হচ্ছিল। গানটির শুটের আগে আমি সকাল সাড়ে ছয়টার আগে সত্যম হলে চলে যেতাম। আহমেদ খান ছিলেন কোরিওগ্রাফার সরোজ খানের সহকারী। তার তত্ত্বাবধানে আমি আমার স্টেপ প্র্যাকটিস করতাম। সেদিনই শুট, আর আমি যাতে মাধুরীর সঙ্গে তাল মেলাতে পারি। তিনি আরও বলেন, প্রথম দিকে মাধুরী দেখে অবাক হয়ে যেত আমি তার আগেই স্টেপগুলো রপ্ত করলাম কীভাবে। আর সে এই ‘দ্য ফেইম গেম’-এর প্রচারেই জানতে পারল আমার আর সরোজজির মধ্যে কী চুক্তি হয়েছি। ‘দ্য ফেইম গেম’ এক বলিউড তারকার অন্তর্ধান রহস্য নিয়ে নির্মিত ওয়েব সিরিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘রাজা’র ‘আখিয়াঁ মিলাউঁ’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ