Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানে ডিজেল লিটারে দাম কমেছে ১৭ টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

এক ধাক্কায় অনেকটা দাম কমল ডিজেলের। লিটার প্রতি ডিজেলের দাম এক ধাক্কায় কমানো হল ১৭ টাকা। পাকিস্তানের ফেডারেল পেট্রোলিয়াম মন্ত্রী গুলাম সারওয়ার খান নিজে এই কথা ঘোষণা করেন। দেশের ক্ষমতা দখল করার পরেই এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খান পরিচালিত সরকারের। এখানেই থেমে থাকবে না দাম কমার হার। এই মুহূর্তে পাকিস্তানে প্রতি লিটার ডিজেলের দাম ১১২ টাকা ৯৪ পয়সা। আগে এই দাম ছিল প্রায় ১৩০ টাকা। ওই দেশে প্রতি লিটার পেট্রলের দাম ৯৫ টাকা ২৪ পয়সা। ডিজেলের দাম এই পেট্রোলের দামের পাশাপাশি রাখার কথা ভাবছে পাক প্রশাসন। লাইট ডিজেল এবং কেরোসিন তেলের দাম যথাক্রমে ৮৩ টাকা ৯৬ পয়সা এবং ৭৫ টাকা ৩৭ পয়সা প্রতি লিটার। অদূর ভবিষ্যতে ফের ডিজেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী গুলাম সারওয়ার খান। ডিজেলের দাম লিটার প্রতি আরও ১৭ টাকা কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তার কথায়, ‘ডিজেলের দাম আরও কমানো হবে। পেট্রোল এবং ডিজেলের দাম একই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এই মুহূর্তে ওই দেশে প্রতি লিটার ডিজেলের দাম পেট্রোলের থেকে ১৭ টাকা মতো বেশি। পাকিস্তানের সাংহার এলাকায় খোঁজ মিলেছে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের। ডন।



 

Show all comments
  • Mohi Uddin AL Jaber ২৮ আগস্ট, ২০১৮, ১০:৪৪ এএম says : 0
    Imran khan fact
    Total Reply(0) Reply
  • M Saiful Islam ২৮ আগস্ট, ২০১৮, ১০:৪৪ এএম says : 0
    Good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ