Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পাক ক্রিকেটের আমূল বদলে দেবেন ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ২:৪৫ পিএম
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই পাকিস্তান ক্রিকেটের অবকাঠামো পরিবর্তনে মনোযোগ দিয়েছেন ইমরান খান। প্রথম পদক্ষেপ হিসেবে পিসিবি চেয়ারম্যান পদে এনেছেন পরিবর্তন! তার ইশারায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এহসান মানি।
 
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রধান ক্রিকেট লেখক কেআর নায়ার বলছেন, এ হল শুরু। পাকিস্তান ক্রিকেটের আমূলই বদলে দেবেন ইমরান খান। পুরনো ভাবমূর্তি ফিরিয়ে আনতে সর্বস্ব ঢেলে দেবেন।
 
ইমরান খানের অনন্য নেতৃত্বে ১৯৯২ সালে বিশ্বকাপ জেতে পাকিস্তান। অদ্যাবধি সেটিই হয়ে আছে দেশটির শেষ বিশ্ব শিরোপা। সব ধরনের সামর্থ্য থাকা সত্ত্বেও কেন তারা সোনালি ট্রফিতে চুমু আঁকতে পারে না-সেটির উত্তর খুঁজে বের করে আনতে চান এ ক্রিকেটযোদ্ধা। ফের ঘরোয়া ক্রিকেট পুনরুজ্জীবিত করতে চান। চান দেশবাসীকে আবারও আনন্দের জোয়ারে ভাসাতে।
 
আজ ইমরান খান যে পর্যায়ে, পুরোটাই ক্রিকেটের অবদান। তিনিও ক্রিকেটকে তা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। এ মুহূর্তে দেশের অর্থনীতি চাঙ্গা করাই তার মূল দায়িত্ব। তবে ক্রিকেট যে বড় প্রাধান্য পাবে তা নিঃসন্দেহে বলা যায়।
 
এক কলামে কেআর নায়ার লিখেছেন- পাকিস্তান ক্রিকেট সমৃদ্ধ করতে সর্বোচ্চ উজাড় করে দেবেন ইমরান খান। কারণ ক্রিকেটই তাকে অর্থ, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি- সব দিয়েছে। দেশের অর্থনীতির চাকা সচল করার দায়িত্ব অর্পিত হলেও প্রাধান্য পাবে ক্রিকেট। দেশের ক্রিকেটে পূর্ণ পেশাদারিত্ব গড়ে তুলবেন তিনি।
 
ইমরান খানের অধীনেই ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস কিংবদন্তির তকমা পান। পিসিবির কাছে সে রকমই প্রত্যাশা করেন ’৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফের দুই ডব্লিউর মতো কিংবদন্তি উপহার দেবে বোর্ড। খেলোয়াড়ি জীবনে সবসময় সতীর্থদের কাছ থেকে সেরাটা চাইতেন ইমরানজি। পিসিবি কর্মকর্তাদের কাছ থেকেও সেটি চান একসময়ের দুনিয়া কাঁপানো অলরাউন্ডার। তাদের মধ্যেও পেশাদারি মনোভাব দেখতে চান তিনি।
 
নিঃসন্দেহে পাকিস্তানের সেরা ক্রিকেট ব্যক্তিত্ব এহসান মানি। তাকেও নির্বাচনের মধ্য দিয়ে আসতে হয়েছে। এখন থেকে কর্মকর্তাদেরও নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। ইমরান খান ইঙ্গিত দিয়েছেন, বোর্ডে কর্মকর্তা নিয়োগে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি চলবে না।
 
ভক্ত-সমর্থকদেরও মনের ব্যথা বোঝেন ইমরান খান। তিনি খুব ভালো করেই জানেন, দলের হার মেনে নিতে পারেন না তারা। তাই দল পুনর্গঠনের মাধ্যমে সর্বজয়ী করে তুলতে চান বিশ্বকাপজয়ী অধিনায়ক। ঘন ঘন দেখতে চান ভারত-পাকিস্তান লড়াই। এ জন্য দুদেশের কূটনৈতিক পর্যায়েও কাজ করবেন এ সাহসী সৈনিক।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ