রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজারে ছেলের ছুরিকাঘাতে বাবা সাত্তার (৫০) গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে এই ঘটনা ঘটে। আহত বাবা সাত্তারকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালদী তদন্তের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ জানান, দীর্ঘ দিন ধরে সাত্তারের সৎ ছেলে জহিরের সাথে জমি নিয়ে দ্ব›দ্ব চলে আসছিল। গত শনিবার বিকালে কাথা কাটাকাটির একপর্যায়ে হাতে থাকা ছুরা দিয়ে সাত্তারকে আঘাত করলে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাত্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার সময় উত্তেজিত জনতা জহিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে সাত্তারের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে গতকাল রোববার থানায় একটি মামলা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।