পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্কট মরিসন দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘কমনওয়েলথভুক্ত দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
প্রধানমন্ত্রী বলেন, লিবারেল পার্টির নেতা হিসেবে আপনার নির্বাচন এবং প্রধানমন্ত্রী পদে নিযুক্তি আপনার ওপর লিবারেল পার্টির আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং অস্ট্রেলিয়ার জনগণ আপনার নেতৃত্ব ও প্রজ্ঞার প্রতি স্বীকৃতি দিয়েছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক গভীরভাবে মূল্যায়ন করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বন্ধুত্বের এই অটুট বন্ধন, যা বহু বছর ধরে দু’দেশের ও জনগণের মাঝে বিদ্যমান রয়েছে মরিসনের মেয়াদকালে তা আরো সুদৃঢ় হবে।
তিনি বলেন, আমি আগামী দিনগুলোতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাফল্য কামনা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।