Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়া প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কক্সবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

 চকরিয়া প্রেস ক্লাবের ঈদ পূণর্মিলনী গত ২৩ আগষ্ট সন্ধ্যা ৭টায় রূপালী শপিং কমপ্লেক্স ৩য় তলাস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলন শেষে ক্লাবের সদস্যরা প্রেস ক্লাবের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও প্রধান নির্বাচন কমিশনার, কক্সবাজার প্রেস ক্লাবের সদস্য প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর সাথে তাহার বাসভবনে সৌজন্যে স্বাক্ষাতে মিলিত হন। ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি (মানবকণ্ঠ, হিমছড়ি ও চকরিয়া টোয়েন্টিফোর ডটকম) মো: আবদুল মজিদ, সহসভাপতি জহিরুল আলম সাগর (আমাদের কক্সবাজার), সাবেক সহসাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী (আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতি), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিএম হাবিব উল্লাহ (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ (জাতীয় দৈনিক সকালের সময় ও আজকের দেশ বিদেশ), নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী (দৈনিক জনতা), এম আলী হোসেন (দৈনিক করতোয়া ও কক্সবাজার ৭১), মাস্টার মো: জাহেদ (বাংলাদেশ বেতার), শাহজালাল শাহেদ (দৈনিক সংগ্রাম), ফেরদৌস ওয়াহিদ (দৈনিক রূপালী সৈকত), এম নুরুদ্দোজা জনি (দৈনন্দিন), আবদুল করিম বিটু (বাংলাদেশের খবর), সাঈদী আকবর ফয়সাল (আলোকিত উখিয়া) সহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা হোটেলে বসে সিলেকশন পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নই। আমরা স্বচ্ছ ব্যালেটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনে বিশ্বাসী। তাই আগামী ৭ সেপ্টেম্বর, রোজ শুক্রবার স্বচ্ছ ব্যালেটের মাধ্যমে সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনায় করতে সদস্যের প্রতি আহবান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ