প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এটিএন বাংলায় আজ রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গল্পের শেষে’। কামরুল আহসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, নাদিয়া, অর্ষা প্রমুখ। নাটকরে গল্পে দেখা যাবে- মাহফুজ আহমেদ ও নাদিয়া স্বামী-স্ত্রী। মাহফুজ একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকরী করে। সারাদিন অফিস থেকে ফেরার পরে স্ত্রী নাদিয়া তার কাছে অফিসের গল্প শুনতে চায়। মাহফুজও অফিসের খুটিনাটি সব ঘটনা গুছিয়ে স্ত্রীকে বলে। এভাবে গল্পে গল্পে তাদের বিয়ের চারটি বছর পার হয়ে যায়। এখন আর মাহফুজ গল্প বলতে উৎসাহ পায়না। তার কাছে মনে হয় একই গল্পই সে ঘুরে ফিরে বলছে। তাই বিরক্তি চলে আসে। ওদিকে বউ গল্প শুনতে না পেরে অভিমান করে বসে। বউকে ভালোবাসে বলে মাহফুজের মন খারাপ হয়। এমনি সময়ে অফিসে তার সাথে একজন লেখকের পরিচয় হয়। মাহফুজ লেখকের কাছ থেকে টাকার বিনিময়ে গল্প কিনতে শুরু করে। ই মেইলে পাঠানো গল্প পাঠায় আর সে রাতে বাসায় গিয়ে নাদিয়াকে তা বলে। কেনা গল্প দিয়ে আবারো তাদের সংসারে সুখ ফিরে আসে। একদিন ভুল করে মাহফুজ বাসায় ল্যাপটপ রেখে অফিসে যায়। ই মেইল আসলে সেখানে সাবজেক্টে নিজের নাম দেখতে পেয়ে কৌতুহল জাগে নাদিয়ার। একে একে লেখকের পাঠানো সব ই মেইলে পাঠানো গল্পগুলো পড়ে সে। এভাবেই এগিয়ে যেতে থাকে ঈদের নাটক ‘গল্পের শেষে’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।