রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈদে নতুন জামা কাপড়, তাও আবার এক সেট নয় দুই সেট। সাথে স্যান্ডেল, মেহেদী, শ্যাম্পু সবই উপহার পেয়েছে মাগুরা শিশু পরিবারের সব এতিম শিশুরা।এ সব পেয়ে তাদের আনন্দ আর ধওে না এমন ভাবই প্রকাশ করেছে তারা। ঈদের আগের দিন বিকেলে মাগুরা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক আতিকুর রহমান ও তার পত্মীসহ শিশু পরিবারের কর্মকর্তাবৃন্দ। উপহার সামগ্রী পেয়ে এতিম শিশুরা ঈদের আনন্দে মেতে ওঠে। এমন জামা কাপড় তারা কোনদিন আগে পায়নি হটাৎ এসব পেয়ে উল্লাসে পেটে পড়ে।ঈদ উল আযহা উপলক্ষে শিশুদের জন্য ৩টি খাসি উপহার দিয়েছেন মাগুরা মহিলা পরিষদ এর সভাপতি মমতাজ বেগম। ঈদে শিশুদের জন্য নতুন কাপড় এর পাশাপাশি ওই দিনে শিশুদের জন্যে উন্নত খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছেন শিশু পরিবারের কর্মকর্তাবৃন্দ।
মাগুরার জেলা প্রশাসক শিশু পরিবারকে নতুন জীবন দান করেছেন তার প্রবল ইচ্ছা দিয়ে। তবে তার এসব কর্মকান্ডে সাংবাদিকদের অনেককেই তিনি সম্পৃক্ত না করে হাতে গোনা কয়েকজন সাংবাদিককে তিনি সাথে রাখায় সাংবাদিকদের অনেকে এসব সংবাদ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।