মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ায় নির্ধারিত সফরে যাচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আগামী সপ্তাহে তার দেশটিতে সফর করার কথা ছিল। এর আগে গত জুলাইয়ে সর্বশেষ পিয়ংইয়ং সফর করেছিলেন পম্পেও। পিয়ংইয়ং’র পরমাণু কর্মসূচি বাতিলে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ সফরের পরিকল্পনা স্থগিত করেন পম্পেও। শনিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে চীনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, পরমাণু কর্মসূচি ত্যাগে উত্তর কোরিয়াকে যথেষ্ট চাপ দিচ্ছে না বেইজিং সরকার। যদিও গত জুনে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়া আর বিশ্বের জন্য পরমাণু হুমকি হবে না। তবে এরপর বেশ কয়েকটি প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্পকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন কিম। তিনি তার পরমাণু কর্মসূচি বাতিলের জন্য তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেননি।
স¤প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়া নতুন করে আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে। এ ছাড়া পিয়ংইয়ং তার পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা আইএইএ। - বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।