Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকা ক্ষমতায় গেলে দেশ ও জনগণের উন্নয়ন হয়- বজলুল হক হারুন (এমপি)

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ৪:৫৩ পিএম

ঝালকাঠি -১ (রাজাপুর-কাঁঠালিয়া) সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বজলুল হক হারুন এমপি বলেছেন- ১৫ আগস্ট শোকাবহ মাস,১৫ আগস্টে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে,তারাই ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছে,তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নির্মম ভাবে হত্যা করে আওয়ামীলীগকে নির্মূল করতে চেয়েছিল। আগামী নির্বাচনে জনগণ আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। মানুষ শৃঙ্খলা,শান্তি, উন্নয়নের জন্য ভোট দিবে, বঙ্গবন্ধু স্যাটেলাইট,পদ্মা সেতু,শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ ফ্লাই ওভার, পায়রা বন্দর, মেট্রো-রেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করেছে।নৌকা ক্ষমতায় গেলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। জনগণের কাছে সরকারের উন্নয়নের কথা জানাতে হবে, জনগণ এদেশে আর কখনও স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দিবে না। গতকাল দুপুরে উপজেলার কানুদাসকাঠি ইসলামী কমপ্লেক্স মিলনায়তনে এমপির সৌজন্যে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমপি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ রাজাপুর উপজেলা শাখা, ও কাঠালিয়া উপজেলা শাখার এবং সকল সহযোগী সংগঠন,সকল ওয়ার্ডের আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও নির্বাচিত উপজেলা পরিষদ চেয়্যারম্যান, ভাইস চেয়্যারম্যান, নেতা কর্মী, ইউপি চেয়্যারম্যান, জেলা পরিষদ সদস্যগন, সকল ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান, এবং সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় সদস্যবৃন্দ, সাংবাদিক গন উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • nurrasel ২৫ আগস্ট, ২০১৮, ৫:৪১ পিএম says : 0
    yes
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ