Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাবের ঈদ পরবর্তী অনুষ্ঠান

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের আমন্ত্রণে বাহিনীর সদর দপ্তরে ঈদপরবর্তী এক সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত বুধবার দুপুরে র‌্যাব সদর দপ্তরের শহীদ লেফেটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা। পাশাপাশি অনুষ্ঠানের স্মৃতি ধরে রাখতে অনেককে মোবাইল ফোনের ক্যামেরায় সেলফিও তুলতে দেখা যায়। র‌্যাবের গণমাধ্যমে শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ঈদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা সব সময় নিরলসভাবে কাজ করে যাবে। যারা জনগণের নিরাপত্তায় বাঁধা তৈরি করবে তাদের প্রতিরোধে কঠোর হতেও দ্বিধা করবে না। এ সময় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশলাদী বিনিময় করেন। অনুষ্ঠানে র‌্যাবের ঢাকাস্থ সকল ইউনিটের সদস্যরা, বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব উপ-সচিবসহ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ