বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাড়ির নাম ‘সোমা মঞ্জিল’। নগরীর হালিশহর আই বøকের ১৩ নম্বর লেইনের একেবারে শেষের এ বাড়ির চতুর্থ তলায় পরিবারের সাথে থাকতেন সাইদুর রহমান পায়েল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার সুবাদে ঢাকা থাকলেও এ বাড়িতেই ঈদ করার কথা ছিল তার। কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে হানিফ পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারের নির্মমতায় গত ২২ জুলাই প্রাণ হারান পায়েল। এ মাসে ঈদও হলো সেই ২২ তারিখে। পুত্রকে হারানোর এক মাস পূর্ণ হওয়ার দিন ঈদ হওয়ায় পায়েলের পরিবারে ছিল শোকের মাতম। ছেলের শোকে এবার আর গরুই কেনা হয়নি পায়েলদের। ছেলের ছবি ও পোশাক নিয়ে কান্নাকাটতেই কেটেছে তাদের ঈদ।
পায়েলের মা কোহিনুর বেগম ও বাবা গোলাম মাওলার এখনও শোকে কাতর। পায়েলের মা কোহিনুর বেগম বলেন, ঢাকা যাওয়ার আগের দিন পায়েল বলেছিলো সে আসলে যাতে গরু কেনা হয়। ঈদের তিন দিন আগে চলে আসবে বলেছিলো সে। আমার ছেলেতো আর এলোনা। আমি এখন কারে নিয়ে ঈদ করবো। পায়েলের ছোট মামা ফাহাদ চৌধুরী দিপু বলেন, পায়েলের খুনীদের দ্রুতবিচার আইনে সর্বোচ্চ শাস্তি চাই আমরা। শিগগির এ মামলার চার্জশিট না হলে ফের আন্দোলনে যাবো। প্রসঙ্গত, পায়েল হত্যার দ্রুত বিচারের দাবিতে গত এক মাস ধরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চট্টগ্রাম ও ঢাকায় মানববন্ধন, অবস্থান ধর্মঘট, ঘেরাও সহ বিভিন্ন অন্দোলন কর্মসূচি পালন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।