Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লবীতে বিস্ফোরণে দগ্ধ ৯, ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৮, ১০:৩৩ এএম

রাজধানীর পল্লবী থানাধীন এলাকার একটি বাড়িতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের ই-ব্লক লাইন-৪ এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ছয়তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) ইমরানুল ইসলাম।

তিনি জানান, দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সুরত আলী (৬০), তার স্ত্রী বেদানা বেগম (৫০), ছেলে রাব্বি, তার স্ত্রী লাবণী, সুরত আলীর মেয়ে আলেয়া (৩০), আলেয়ার মেয়ে মিলি (৫), বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান (১৮) ও আত্মীয় আলমগীর (৩২)।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, সবাই কম বেশি পুড়েছেন। ৯ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ