মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। রোববার (১৯ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, এ হামলার কারণে নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন বোকো হারাম ও ইসলামিক স্টেট অব ওয়েস্ট আফ্রিকার কাছে নাইজেরিয়ার পরাজয়ের বিষয়টি সামনে চলে এসেছে। সম্প্রতি কয়েক মাসে দেশটির সামরিক বাহিনী বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হয়েছে।
দেশটির বোর্নো প্রদেশের গুজামালা অঞ্চলে মাইলারি গ্রামে রাত ২টার দিকে এ হামলা হয়। এ হামলায় বেঁচে যান আবাতচা ওমর নামের এক ব্যক্তি।
আবাতচা ওমর সংবাদমাধ্যমকে বলেন, বোকো হারাম নাকি আইএস সদস্যরা এ হামলা চালিয়েছে তা তিনি বুঝতে পারেননি। তিনি বলেন, তার ছোট ভাইসহ ১৯ জন নিহত হয়েছেন।
তবে আহতদের সহযোগিতায় এগিয়ে আসা একটি সাহায্য সংস্থা বলছে, এ হামলায় নিহতের সংখ্যা ৬৩ হতে পারে।
আবাতচা ওমর বলেন, এ হামলার আগে গ্রামে সন্ত্রাসী সংগঠনের সদস্যদের দেখা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।