Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ পবিত্র হজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আজ আরাফাতের ময়দান। তীব্র গরমে দুনিয়ার নানা প্রান্ত থেকে সমবেত ২০ লাখেরও অধিক নারী-পুরুষ হজ পালনার্থী আজ এ বিশাল ময়দানে সমবেত। সউদী আরবের ক্যালেন্ডারে আজ ৯ জিলহজ। আরবীতে বলা হয়, ইয়াউমুল হজ বা ইয়াউমুল আরাফাহ। নবী করিম (সা.) বলেছেন, আল্লাহর দিবসসমূহের ভেতর সর্বোৎকৃষ্ট হচ্ছে জিলহজের ১০টি দিন। তন্মধ্যে উত্তম ৯ তারিখ হজের দিন। এ দিন আমি মুহাম্মদসহ অন্য নবীগণ যে দোয়া পড়েছি তা হলো- “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।” গত দু’দিন ধরে দুনিয়ার সব হজযাত্রীকে মিনায় সমবেত করা হয়। হজ পর্বের এটাই শুরু। মিনায় ৬ ওয়াক্ত নামাজ পড়া সুন্নত। তবে হজের অন্যতম ফরজ হচ্ছে আরাফাতের মাঠে অবস্থান। এটিই হজ। হজের অন্য দুইটি ফরজ ১. ইহরাম বাধা বা নিয়্যত করা, ২. মূল তওয়াফ করা। আজ হাজীরা দুপুর থেকে সূর্য অস্ত পর্যন্ত আবশ্যিকভাবে আরাফাতের ময়দানে অবস্থান করবেন। এখানেই হজের খুতবা দেয়া হবে। এবার খুতবা দেবেন মদীনার মসজিদের অন্যতম ইমাম শায়খ আহমদ আলুশ শায়খ। হাদীস শরীফে এসেছে, জিলহজের ৯ তারিখ রোজা রাখা গত ও আগামী বছরের গুনাহর কাফফারা স্বরূপ। তবে এ রোজা বিশ্বমুসলিমের জন্য নফল। হজ পালনরতদের জন্য নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ