Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনো পুরো পারিশ্রমিক পাননি কাপালীরা!

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে সেই কবে। নতুন ক্রিকেট মৌসুমের তোড়জোড়ও শুরু হয়ে গেছে অথচ গেল আসরের প্রাপ্য পারিশ্রমিকের পুরোটা এখনো ক্লাব থেকে বুঝে পাননি অলক কাপালীসহ ব্রাদার্স ইউনিয়নে খেলা কয়েকজন ক্রিকেটার। এর আগে পুরো পারিশ্রমিক না পাওয়ার কথা জানিয়েছিলেন প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে যাওয়া কলাবাগান ক্রীড়া চক্রের ক্রিকেটাররা। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাওনা টাকার জন্য বিসিবির কাছে ধর্না দিতে এসেছিলেন অলক। জানালেন পাওনা টাকার জন্য তাদের ছুটোছুটির কথা, ‘তিন মাস হতে চলল এখানে আসা যাওয়া করছি। আমরা অনেকেই তো ঢাকায় থাকি না। আপনারা জানেন প্রিমিয়ার লিগের টাকা দিয়েই আমাদের অনেকের সংসার চলে।’
২০১৩ সাল থেকে প্রিমিয়ার লিগে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ নিয়ম চালু করে বিসিবি। সাকিব আল হাসানসহ শীর্ষ অনেক ক্রিকেটার এই নিয়মে খেলোয়াড়দের স্বাধীনতা হরণের কথা জানিয়েছিলেন। তবে বিসিবি জানিয়েছিল এই নিয়মে খেলোয়াড়দের পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা থাকবে। যদিও বাস্তবে সেটা হয়নি। অলক কাপালী জানান, এখনো ক্লাবের কাছ থেকে ২৫ শতাংশ টাকা তাদের পাওনা। গত ঈদের পর আর কোন টাকা তাদের দেওয়া হয়নি। ঈদুল আজহার আগে বাকি টাকা দেওয়ার কথা থাকলেও সেরকম কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, ‘গত ঈদের সময় তারা ওয়াদা করছিলেন সব টাকা দিয়ে দিবেন। কিন্তু দুঃখজনকভাবে সেটা করা হয়নি।’ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করা এই ক্রিকেটার আক্ষেপ করে বলেন, ‘একজন টেস্ট ক্রিকেটারকে যদি পারিশ্রমিকের জন্য সাংবাদিকদের সামন আসতে হয় সেটা খুব কষ্টের।’
এই ব্যাপারে ক্রিকেটারদের সংগঠন কোয়াব থেকে ক্লাবগুলোতে দুটি চিঠি পাঠানো হলেও তার কোন উত্তর মেলেনি বলে জানান অলক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাননি কাপালীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ