Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরানকে রুহানির অভিনন্দন, সম্পর্ক বাড়াতে চায় ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:৪৮ পিএম
পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
 
শনিবার ইমরান খানকে লেখা এক চিঠিতে রুহানি অভিনন্দন জানান। খবর রেডিও তেহরানের।
 
চিঠিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে ইরান।
 
তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। শনিবার পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সভাপতি ইমরান খান
 
এর আগে শুক্রবার পাকিস্তানের জাতীয় সংসদে ১৭৬ ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
 
প্রধান প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগ-এন’এর নেতা শাহবাজ শরিফের চেয়ে ৮০ ভোট বেশি পান তিনি।
 
গত ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ইমরানের দল সংসদের ২৭০ আসনের মধ্যে ১১৫টি আসন জয়লাভ করে।
 
এর পর কয়েকটি ছোট দলের সঙ্গে মিলে জোট সরকার গঠন করে তেহরিক-ই-ইনসাফ পার্টি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ