মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি হলেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন গতকাল শনিবার সকালে ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউজে ইমরানকে শপথ বাক্য পাঠ করান। আর এর মধ্য দিয়ে দেশটিতে এক নতুন অধ্যায়ের স‚চনা হলো। তার ভক্তরা বলছেন, পাকিস্তান ক্রিকেটের ২২ গজের ক্যাপ্টেন এখন দেশের ২২তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
সকাল দশটায় জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে শপথ পাঠের আয়োজন শুরু হয়। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ইমরান খানকে শপথ পাঠ করান প্রেসিডেন্ট মামনুন হোসেন। বানিগালা আবাসিক এলাকা থেকে কালো শেরওয়ানি পরে ইমরান ইসলামাবাদে আওয়াম-ই-সদর বা প্রেসিডেন্ট ভবনে যান। তার স্ত্রী বুশরা খান আগেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে অভিনন্দন জানান অনুষ্ঠানে আগত অতিথিরা। শপথের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে মঞ্চ থেকে নেমে অতিথিদের শুভেচ্ছা জানান ইমরান।
অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের অতিথিদের মধ্যে ছিলেন, দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাসিরুল মুলক, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বিমান বাহিনীর প্রধান মুজাহিদ আনওয়ার খান ও নৌপ্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসী। এ ছাড়াও ছিলেন পাঞ্জাবের গভর্নর মনোনীত চৌধুরী সারওয়ার, পাঞ্জাব অ্যাসেম্বলি স্পিকার পারভেইজ ইলাহি, জাতীয় পরিষদের সাবেক স্পিকার ড. ফাহমিদা মির্জা, ক্রিকেট ভাষ্যকার রমিজ রাজা, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, অভিনেতা জাভেদ শেখ, সঙ্গীত শিল্পী সালমান আহমেদ ও আবরারুল হক, ভারতীয় সাবেক ক্রিকেটার নভজিত সিং সিধু ও পিটিআই নেতারা। শপথ অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত ইমরান খানের দুই ছেলেকে দেখা যায়নি। ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা খান এক টুইটে জানান যে ছেলেরা শপথ অনুষ্ঠানে থাকতে চেয়েছিল, কিন্তু ইমরান খান তাদের না যাওয়ার জন্য বলেন।
শপথ গ্রহণের পর ইমরান খান প্রধানমন্ত্রীর বাসভবনে যান। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তিন শাখার একটি কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে।
প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ইমরান খান তার ১৯৯২ সালের টিমের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম হামিসুখে সবার সাথে ছবি তোলেন। অতিথিদের সামনের সারিতে ভারতের ক্রিকেটার কাম রাজনীতিক নভজিত সিং সিধু উপবিষ্ট ছিলেন। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়া তাকে উষ্ণ আলিঙ্গন করেন ও আন্তরিক ভাবে তার সাথে কথাবার্তা বলেন। এদিকে পিটিআইর সরকারী টুইটার অ্যকাউন্টে বলা হয়, অনুষ্ঠানে নয় ডিশের মেন্যু থাকলেনও ইমরান খানের কৃচ্ছ্রতা সাধনের নঅনুরোধের অংশ হিসেবে তা শুধু আপ্যায়নে রূপ নেয়।
গত ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে ইমরান খান একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। তার দলের আসন সংখ্যা ১১৬। তবে পাকিস্তানের সংবিধান অনুযায়ী সরকার গঠনের জন্য তার প্রয়োজন ১৩৭ আসন। এ জন্য স্বতন্ত্র সদস্য ও অন্য ছোটদলগুলোর সমর্থন তার প্রয়োজন ছিল যা তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন। গত শুক্রবার জাতীয় পরিষদের ভোটে প্রার্থী ছিলেন দুইজন। একজন হচ্ছেন পিটিআই পার্টির নেতা ইমরান খান এবং অপরজন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। বিশ্লেষকরা বলেন, ইমরান খানকে জঙ্গিবাদ, পানি ঘাটতি, দেশে প্রবৃদ্ধিকে ব্যাহতকারী ক্রমবর্ধমান জনসংখ্যাসহ বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হবে। বিশেষ করে অর্থনৈতিক সংকট তো আছেই।
ইমরান দেশকে পাল্টে দেবেনঃ সিধু
সাবেক ক্রিকেটার নভজিত সিং সিধু বলেছেন যে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রীর দেশকে পাল্টে দেয়ার ক্ষমতা আছে। তিনি বলেন, ইমরান খান আমাদের সকলের জন্য একটি আশা হয়ে এসেছেন। গতকাল ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সিধু স্বর মনোযোগ আকর্ষণ করেন। পরে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি যে ভালোবাসা নিয়ে এসেছিলেন তার চেয়ে একশ’ভাগ বেশি ভালোবাসা নিয়ে দেশে ফিরছেন। তিনি বলেন, আমি যে ভালোবাসা পেয়েছি তা অসীম সম্ভাবনাকে উন্মুক্ত করেছে যা আমাদের ঐক্যবদ্ধ করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আমার এ সফর রাজনৈতিক নয়, ভালোবাসার। আতি ভালোবাসা ও বন্ধুত্বের বাণী নিয়ে এসেছি। এ বন্ধুত্বের বার্তা শুধু ক্রিকেটারদের জন্য নয়, সকলের জন্য।
প্রেসিডেন্ট হাইসে শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে কথা বলার পর সিধু সবার দৃষ্টি আকর্ষণ করেন। জেনারেল বাজওয়ার সাথে তার সংক্ষিপ্ত বৈঠকের পর তিনি বলেন, সেনাপ্রধান তাকে বলেছেন যে তিনি শান্তি চান। দু’দেশের মধ্যে সহিংসতা অবসানের প্রসঙ্গে সিধু বলেন, যখন সবার জন্য সাঁতারের সুযোগ আছে তখন আমি আর রক্তসাগরে সাঁতার কাটতে চাই না।
প্রেসিডেন্ট মনোনীত
পিটিআই ড.আরিফ আলভিকে দেশের প্রেসিডেন্ট প্রার্থী পদে মনোনীত করেছে। দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী শনিবার টুইটারে এ কথা জানান। আগামী ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্ত্রিসভা গঠন
এ দিকে ইমরান খান ২০ সদস্যের মন্ত্রিসভা অনুমোদন করেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৫ জন উপদেষ্টা ও ১৫ জন মন্ত্রী থাকবেন বলে মুখপাত্র জানা। সোমবার মন্ত্রীসভা শপথ গ্রহণ করবে। ইমরান খান আজ রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।