Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের আগে বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ঈদের আগে বকেয়া পাওনা পরিশোধ এবং শ্রমিকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাবান্ধা স্থল বন্দরের শ্রমিকরা। গতকাল শনিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের সামনে লেবার অফিস চত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা প্রদক্ষিণ করে। পরে শ্রমিকদের কার্যালয়ের চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার শ্রমিককের সহসভাপতি আজাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আলী,অর্থ সম্পাদক আজিজুল ইসলামসহ শ্রমিকরা। বক্তারা বলেন শ্রমিক হ্যান্ডলিং এর জন্য নিয়োজিত এটিআই লিমিটেডের কাছ থেকে পাওনা ২৪ লক্ষ ৮৩ হাজার টাকা চাইতে গেলে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ১৪ লক্ষ টাকা পরিশোধ করে। বাকি ৯ লক্ষ টাকা পরিশোধ করার কথা থাকলেও তা পরিশোধ করেননি। এদিকে পাওনা টাকা আদায়ের জন্য গত ৬ আগষ্ট সোমবার বাংলাবান্ধা স্থলবন্দরে এটিআই কার্যালয় ঘেরাও করে শ্রমিকরা। এটিআই লিমিেিটডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে হাতাহাতিও হয় শ্রমিকদের। এই ঘটনাকে কেন্দ্র করে ১১ জন শ্রমিক নেতাকে আসামী করে ওই দিনে আদালতে মামলা করে এটিআই কতৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ