Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা অভিবাসী জননীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

নিজের গর্ভের সন্তানকে কাছে পেতে যুক্তরাষ্ট্র প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন এল সালভাদরের এক অভিবাসী জননী। সিএনএন জানায়, ৩০ বছর বয়সী এই নারী লেইডি ডুয়েনাস-কার্লোস যুক্তরাষ্ট্র থেকে তাকে বিতাড়নের পক্রিয়া বন্ধ করারও চেষ্টা নিয়েছেন এবং তিনি চান, সরকার তার নাকচ হওয়া আশ্রয়ের আবেদন আবার বিবেচনা করে দেখুক। ডুয়েনাসের এটর্নি ক্লডিয়া ও ব্রায়েন বৃহস্পতিবার বলেছেন, আমরা বিচারকের সামনে হাজির হওয়ার অপেক্ষায় আছি। পরে এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে পারব। ডুয়েনাসকে বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর কথা থাকলেও পরে সে প্রক্রিয়া পিছিয়ে গেছে বলে জানানো হয়। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ