Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোষারোপ না করে নিজেদের দিকে নজর দেয়া উচিত : জে. বাজওয়া

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির অভিযোগের অস্বীকৃতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আফগানিস্তানের গজনি শহরে তালেবানের সা¤প্রতিক হামলায় পাকিস্তানের হাত থাকার কথা নাকচ করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি শুক্রবার বলেছেন, পাকিস্তানকে দোষারোপ না করে আফগান সরকারের নিজেদের দিকে নজর দেয়া উচিত। গাজনি শহরের হামলা নিয়ে যখন পাকিস্তান ও আফগানিস্তান বাগযুদ্ধে লিপ্ত হয়েছে তখন জেনারেল বাজওয়া একথা বললেন। তিনি বলেন, “আফগানিস্তানের অভ্যন্তরে তৎপর কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেয় না পাকিস্তান।” পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। গজনি শহর দখল করতে গিয়ে আহত হওয়া তালেবান জঙ্গিদের চিকিৎসার জন্য পাকিস্তানে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এ বিষয়ে তিনি পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার কাছে ব্যাখ্যা দাবি করেছেন। গত ১০ আগস্ট তিনদিক দিয়ে গজনি শহরে অতর্কিত আক্রমণ চালিয়ে শহরের বেশ কিছু এলাকা দখল করে নেয় তালেবান। ছয় দিনের সংঘর্ষ শেষে আফগান সেনারা শহরটি পুনরুদ্ধার করলেও এতে শত শত সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়। এর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি শহর দখল করতে গিয়ে আহত তালেবান জঙ্গিদের চিকিৎসার জন্য পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আফগান প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি। তিনি এ বিষয়ে পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার কাছে ব্যাখ্যা দাবি করেছেন। তালেবান জঙ্গিরা গত ১০ আগস্ট তিনদিক দিয়ে গজনি শহরে অতর্কিত আক্রমণ চালিয়ে শহরের বেশ কিছু এলাকা দখল করে নেয়। ছয় দিনের যুদ্ধ শেষে আফগান সেনারা শহরটি পুনরুদ্ধার করলেও এতে শত শত সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তরেখা ‘ডুরান্ট লাইন’ নিয়ে দু’দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। এ ছাড়া, দেশ দু’টি সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য পরস্পরকে অভিযুক্ত করছে। পার্সটুডে, রয়টার্স।



 

Show all comments
  • বিপ্লব ১৯ আগস্ট, ২০১৮, ৩:৫৫ এএম says : 1
    ভালো কথা বলেছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ