Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লিনটনিজম আর ট্রাম্পিজমই এখন বিবেচনার বিষয়

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত মঙ্গলবারের নিউইয়র্ক প্রাইমারিতে কে জিতছে কে হারছে সে নিয়ে আর ভাবনার কিছু নেই। দুই প্রধান দলের প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন সেটাও এখন ভাবনার অতীত। একটি বিষয় এরইমধ্যে স্পষ্ট হয়ে গেছে, রিপাবলিকানদের ভবিষ্যৎ এখন ট্রাম্পীয় নীতিতে ন্যস্ত আর একইভাবে ডেমোক্র্যাটদের ভবিষ্যৎও ন্যস্ত হয়ে গেছে ক্লিনটনীয় নীতিতে। নিউইয়র্ক টাইমসে এভাবেই লিখেছেন নিউ অ্যামেরিকা ফাউন্ডেশনের লেখক কলামিস্ট মিশেল লিন্ড। যারা এখন ডোনাল্ড ট্রাম্পের দলীয় আজ্ঞা জাতীয়তাবাদী জনতত্ত্ব থেকে অচিরেই মুক্তবাজার আর লিমিটেড মার্কা প্রথাপন্থি সরকারে রূপ নেবে বলে দেখতে পাচ্ছেন তারা ভুল করছেন। আর একইভাবে ভুল করছেন তারাও যারা সিনেটর বার্নি স্যান্ডার্সের তারুণ্যের প্রতি আবেদনের কাছে বিল ক্লিনটন, বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের মধ্য-বাম ধারা হোঁচট খাবে বলে ভাবছেন। এভাবেই হোক কিংবা অন্যভাবে, ট্রাম্পিজম আর ক্লিনটনিজমই আসলে যুক্তরাষ্ট্রের রক্ষণশীলতা আর প্রগতিশীলতার সংজ্ঞায়ন করবে। আর এসব কারণে ১৯৬৮ সালের পর এবারের নির্বাচনটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঝঞ্ঝাক্ষুব্ধ ভোটের লড়াই। তবে সে ঝঞ্ঝার কারণটি ভিন্ন। ১৯৬৮ সালের নির্বাচনের মধ্যদিয়ে দলীয় সমর্থকগোষ্ঠীর পুনর্বিন্যাস হয়। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে যে ভোটার ব্লক নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান এগুচ্ছিলো তা ভেঙে খান খান হয়ে যায়। এরপর অর্ধ-শতক পার করে ২০১৬ তে এসে এই পুনর্বিন্যাস আর যাই হোক পূর্ণাঙ্গতা পায়নি। তবে দলীয় সমর্থনের পুনর্বিন্যাস না হলেও স্পষ্টতই যা হয়েছে, তা হচ্ছে, দলের নীতিগত পুনর্বিন্যাস। ১৯৮০ সালের রোনাল্ড রিগ্যানের নির্বাচনের মধ্যদিয়ে নতুন একটি যুগের সূচনা ঘটে বলেই ভাবা হয়। তবে ২০১৬’র মোক্ষম দিকটি বিবেচনায় নিলে বলা চলে রিগ্যান ও ক্লিনটন দুজনই ছিলেন যুগান্তকারী ব্যক্তিত্ব। এই সময়ে ডেমেক্র্যাট থেকে সামাজিকভাবে রক্ষণশীল রিপাবলিকানে, আর অর্থনৈতিকভাবে পপুলিস্ট ডেমোক্র্যাটে পাল্টে যাওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিলো তা আজও পরিণতি পায়নি। বিচ্ছিন্নতাবাদী ডেমেক্র্যাট জর্জ ওয়ালেসের স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থীতার মধ্যদিয়েই এর যাত্রা শুরু হয়। অন্যদিকে মধ্যপন্থি রকফেলার রিপাবলিকানদেরও একই দশা। নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্লিনটনিজম আর ট্রাম্পিজমই এখন বিবেচনার বিষয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ