Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আজ শনিবার দিবাগত রাতেই হজযাত্রীগণ মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হজযাত্রীদের মিনায় উপস্থিতির’ মধ্যদিয়ে মূল হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান ও ধর্ম সচিব মো: আনিছুর রহমান মক্কায় বাংলাদেশ হজ মিশনে অবস্থান করছেন। তারা হজের আনুষ্ঠানিকতার শুরুর ব্যাপারে সকল প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে কিনা তার খোঁজ খবর নিচ্ছেন। মক্কা থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছেন। প্রায় ১২ ঘন্টা ঢীলের পর গতকাল শুক্রবার বিকেল ৪ টা ৪৯ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্সে’র শেষ হজ ফ্লাইট (এসভি-৩৮৫৯) ৪১০ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। সাউদিয়ার তিনটি ফ্লাইট যোগে গতকাল ১০৬৬জন হজযাত্রী জেদ্দা পৌছেছেন। এনিয়ে সউদী আরবে সর্বমোট বাংলাদেশী হজযাত্রী পৌছার সংখ্যা দাঁড়ালো ১২৭২৭৫ জনে। হজ ভিসা হলেও ৬৮ যাত্রী’র বিমানের টিকিট কাটা হয়নি। স্ট্যান্ডার ট্যুরস এন্ড ট্রাভেলসের ৪ জন এবং নওশাদ ট্যুরস এন্ড ট্রাভেলসের ১ জন গতকাল পরিচালক হজের কাছে অভিযোগ দিয়েও হজে যেতে পারেনি। উক্ত ৫ জন হজযাত্রী প্রতারণার শিকার হয়েছেন। পরিচালক হজ সাইফুল ইসলাম বলেন, হজ শেষে উল্লেখিত দু’টি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, বিমানের হজ ফ্লাইট ও সিডিউল ফ্লাইট যোগে সর্বমোট ৬২৭৯৬ জন হজযাত্রী সউদীতে গেছেন। বাকি সব হজযাত্রী সাউদিয়া এয়ারলাইন্স যোগে সউদী আরবে গেছেন। এছাড়া বিমানের ভ্রান্ত নীতি এবং হজ এজেন্সিগুলোর সাথে পরামর্শ না করে হজ ফ্লাইট সিডিউল ঘোষণা করায় এবার বিমানের ২০টি হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে। এতে বিমানের মোটা অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ