Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিশংসন ভোটের পরও অনঢ় রুসেফ

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন ভোটের পরও পদত্যাগ না করায় অটল রয়েছেন এবং অভিশংসন প্রক্রিয়া অন্যায় আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। গত রোববার ব্রাজিলের কংগ্রেসনাল কমিটি রুসেফের অভিশংসনের পক্ষে ভোট দেয়। প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে রুসেফ ওই প্রক্রিয়া সম্পর্কে বার বার অকৃতজ্ঞতা, অন্যায় ও ভুল শব্দগুলো ব্যবহার করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট থাকাকালে তিনি অবৈধ কোনো কাজ করেননি এবং তিনি তার রাজনৈতিক শত্রুদের ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, আজ একটি কথাই আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে, সেটি হল ভুল। ভুল কারণ, এই (অভিশংসন) প্রক্রিয়ার কোনো আইনি ভিত্তি নেই। আমি কাপুরুষের মত সরে যাব না। এর মাধ্যমে আমি নিজেকে অসাড় হয়ে পড়তে দেব না। এই অন্যায় মোকাবেলা করার মত শক্তি, ক্ষমতা ও সাহস আমার আছে। দেশে চলমান অর্থনৈতিক মন্দার জন্য দায়ী করে এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানিতে দুর্নীতির অভিযোগ এনে গত বছরের শেষ ভাগে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে রুসেফের অভিশংসন দাবি করে। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল ও জ্বালানি কোম্পানি পেট্রব্রাসে ঘুষ ও দুর্নীতির যে অভিযোগ উত্থাপিত হয়েছে তাতে রুসেফ সরাসরি জড়িত না হলেও তার অজ্ঞাতসারে কিছু ঘটেনি। কারণ যে সময়ে এসব কর্মকা- ঘটেছে সেই সময়ে প্রেসিডেন্টের পদাধিকার বলে রুসেফ ওই কোম্পানির প্রধান ছিলেন। যদিও রুসেফের দাবি, আমার বিরুদ্ধে ঘুষ নেয়ার কোনও অভিযোগ নেই। আমার বিরুদ্ধে অবৈধ লেনদেনেরও কোনো অভিযোগ নেই। এমনকি আমার বিরুদ্ধে বিদেশে একাউন্ট থাকারও কোনো অভিযোগ নেই। এটি অন্যায়। যারা আমার বিরুদ্ধে এইসব অভিযোগ আনছে তাদের নেতাদের বিরুদ্ধেই অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগ আছে। এ কারণে আমার কাছে সব ভুল মনে হচ্ছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিশংসন ভোটের পরও অনঢ় রুসেফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ