Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুন্দেলখণ্ড রাজ্য আন্দোলন জোরদার হচ্ছে ভারতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

এবার ভারতে উত্তর প্রদেশ ভেঙে ‘বুন্দেলখন্ড’ নামের নতুন রাজ্য গড়ার দাবি উঠেছে। উত্তর প্রদেশের পাহাড়ি এ অঞ্চল ঘিরে শুরু হয়েছে জোরালো আন্দোলন। আন্দোলনকারীরা মূলত উত্তর প্রদেশের সাতটি জেলা ও মধ্যপ্রদেশের সাতটি জেলা নিয়ে গড়তে চাইছে পৃথক বুন্দেলখন্ড রাজ্য। ভারতে বড় রাজ্য ভেঙে ছোট ছোট পৃথক রাজ্য গড়ে তোলার আন্দোলনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও উত্তর প্রদেশ ভেঙে উত্তরাখন্ড, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, বিহার ভেঙে ঝাড়খন্ড এবং সর্বশেষ অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গড়ে তোলা হয়। এখন নতুন করে উত্তর প্রদেশ ভেঙে বুন্দেলখন্ড রাজ্য গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে। আলাদা রাজ্য গড়ে না তোলা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ার করেছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যে ২৫০ জন আন্দোলনকারী মাথা মুড়িয়ে অভিনব উপায়ে আন্দোলনে শামিল হয়েছেন। ভারতে এখন জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশ। ২০০০ সালের ৯ নভেম্বর উত্তর প্রদেশ ভেঙে গঠিত হয়েছিল পৃথক রাজ্য উত্তরাখন্ড। একই বছর ১ নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য আর ১৫ নভেম্বর বিহার ভেঙে পৃথক ঝাড়খন্ড রাজ্য গঠিত হয়েছিল। এ তিনটি রাজ্য গড়ার পরও ভারতে বিভিন্ন রাজ্য ভেঙে আরও কয়েকটি ছোট রাজ্য গড়ার আন্দোলন চলছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়া। অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গড়া। ওই সময় ওই আন্দোলনে সাড়া দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এ তিনটি রাজ্য গঠিত হওয়ার পর ভারতের অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গড়ার আন্দোলন তীব্র হয়। এরপরই কেন্দ্রীয় সরকার ২০১৪ সালের ২ জুন পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা করে। তেলেঙ্গানার পর ভারতে আর নতুন করে কোনো রাজ্য প্রতিষ্ঠা হয়নি। ভারতে এখন রয়েছে ২৯টি রাজ্য। সঙ্গে রয়েছে আরও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুন্দেলখণ্ড রাজ্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ