নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লিগ মৌসুম শুরু না হতেই বড় একটা ধাক্কা খেলো ম্যানচেস্টার সিটি। গেল মৌসুমে দলটির লিগ জয়ে অগ্রণী ভূমিকা রাখা কেভিন ডি ব্রæইনে মারাত্মক চোট পেয়েছেন হাঁটুতে। এজন্য আগামী তিন মাস মাঠের বাইরে থাকতে হবে বেলজিয়ান মিডফিল্ডারকে।
লিগের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের জয়ের দিন বদলি হিসেবে মাঠে নামেন ডি ব্রূইনে। বুধবার অনুশীলনে আঘাত পান ২৭ বছর বয়সী। সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডান হাটুর লিগামেন্টে চোট ধরা পড়েছে। এজন্য অবশ্য অস্ত্রোপচারের দরকার নেই বলেও জানায় সিটি। ২০১৬ সালেও একই হাটুতে আঘাত পেয়ে ১২ ম্যাচ মাঠের বাইরে চিলেন তিনি। এবারো চোটের কারণে লিভারপুল, টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেসহ চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না রাশিয়া বিশ্বকাপের তৃতীয়স্থানধারী দলের গুরুত্বপূর্ণ সদস্য ডি ব্রূইনে। তাকে হারানো দলের জন্য ‘বড় শূন্যতা’ ও দলে তার স্থান ‘অপূরণীয়’ বলে মন্তব্য করেছেন কোচ পেপ গার্দিওলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।