মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রাজপথে সাবেক সামরিক কর্মকর্তাদের সম্মানে অনুষ্ঠিতব্য কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। চলতি বছর ১১ নভেম্বর ভেটেরান্স ডে উপলক্ষে বার্ষিক ওই কুচকাওয়াজ হওয়ার কথা ছিলো। কিন্তু অন্তত ২০১৯ সাল পর্যন্ত তা পিছিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে এক মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেছিলেন, এই পরিকল্পনায় ৯ কোটি ২০ লাখ ডলার খরচ হতে পারে। তবে প্যারেডেরে বাজেট পরিচালক ৩ কোটির ডলারের প্রস্তাব দিয়েছে। মেমোতে বলা হয়, কুচকাওয়াজে কোনও ট্যাংক ব্যবহার করা হবে না। এতে করে রাজধানীর রাজপথের ক্ষতি হতে পারে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভেটেরেন্স ডে বা আর্মিস্ট ডে ১৯১৮ সালের ১১ই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের প্রতীকী সমাপ্তি উদযাপনকারী বার্ষিকী হিসেবে পালন করা হয়। এই দিনে উত্তর ফ্রান্সের ওয়াজ দেপার্ত্যমঁ-র র্যতোঁদ গ্রামে জার্মান শক্তি ও মিত্রশক্তির মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি স্মরণ করা হয়। চুক্তিটি ঐ দিন সকাল ১১টা, অর্থাৎ ১১শ মাসের ১১শ দিনের ১১শ ঘটিকা থেকে কার্যকর হয়। চুক্তিটির ফলে বিশ্বযুদ্ধের পশ্চিম অঞ্চলের যুদ্ধ বন্ধ হয়। অনেক মিত্র দেশ এদিন জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে। এই দিনে যুদ্ধে নিহত সেনাদের স্মরণ করা হয়। এটি পোল্যান্ডে একটি জাতীয় দিবস হিসেবে পরিগণিত এবং সেখানে এর নাম পোলীয় স্বাধীনতা দিবস। ২য় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে এর নাম বদলে রাখা হয় ভেটেরান্স ডে এবং ব্রিটিশ কমওয়েলথভুক্ত দেশগুলিতে এর নাম রিমেমব্রেন্স ডে। পেন্টাগনের এক কর্মকর্তা জানান, এই বছর যুক্তরাষ্ট্রে দিবসটিতে কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে না। অন্তত একবছর পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জানানো হয়, এই কুচকাওয়াজ আয়োজনে ৯ কোটি ডলার ব্যয় হতো। সাধারণের তুলনায় যা প্রায় তিনগুণ। ফ্রান্সের বাস্তিল দিবসে অংশ নেওয়ার পর ট্রাম্প জানিয়েছিলেন তার চেয়েও ভালো কিছু তিনি ভেটেরান্স ডেতে করে দেখাতে চান। এএফপি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।