Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ৫:২৩ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার দুপুরে উপজেলার পয়ালী গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে তার মা-বাবা গোপনে বিয়ে দিচ্ছে বলে খবর পান তারা। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমকে ঘটনাস্থলে পাঠান ইউএনও।

অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া থেকে বিরত রাখতে ওই ছাত্রীর মা-বাবাকে অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে বলায় তারা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে বাক-বির্তক শুরু করেন। খবর পেয়ে নারায়নপুর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার ঘটনাস্থলে পৌছে অঙ্গীকার নামায় মেয়ের বাবা এবায়েদ উল্লাহ তালুকদারকে স্বাক্ষর করান। এ সময় ইউপি সদস্য আব্দুস সাত্তার, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাল্য বিয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ