পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের দমননীতির কারণে আগামী ৫০ বছর নতুন প্রজন্ম আওয়ামী লীগকে ভোট দিবে না। পুলিশ ও ছাত্রলীগ ক্যাডাররা কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। এমনকি সমবেদনা জানানোর জন্য আসা শিক্ষক ও অভিভাবকদের ওপরও হামলা চালানো হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। তিনি আারো বলেন, গত ৩-৪ বছর যাবত আমার নির্বাচনী এলাকায় কোনো স্থানে আমাকে যেতে দেওয়া হয়নি। গত রমজান মাসে ইফতার মাহফিলেও আমাকে অংশগ্রহণ করতে দেয়নি। পবিত্র ঈদের দিন আমার ৪০ বছরের ঐতিহ্য অনুসারে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বের হয়েছিলাম। সেদিনও আমার বাড়ির সামনে পুলিশের গাড়ি রেখে রাস্তা বøক করে দেয়। পুলিশ বলেছে, মন্ত্রী মহোদয় ও উপরের নির্দেশ আছে আপনি যেতে পারবেন না। আজও নেতাকর্মীদেরকে আমার সাথে দেখা করতে দিচ্ছে না।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রনেতা আতোয়ার হোসেন পাবেল ও হোসেন মোঃ এরশাদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।