মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রকে আবার মহিমান্বত করো- এ শ্লোগান দিয়ে প্রেসিডেন্ট বনে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য ও টুইটের আগে পরে থাকে এ শ্লোগান। কিন্তু এবার নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে আমরা আবার মহান করতে যাচ্ছি না। কারণ যুক্তরাষ্ট্র কখনই তেমন মহান ছিল না! হবেও না। আর তাতে তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প। কুমোর বক্তব্য পোস্ট করে বৃহস্পতিবার সকালে টুইটও করেছেন তিনি। এতে তিনি কুমোর তীব্র সমালোচনা করেছেন। যার পাল্টা টুইট করেছেন কুমোও। তিনি লিখেছেন, আপনি যেমনটা বলেন ফের মহান যুক্তরাষ্ট্র কখনই তেমন মহান হবে না। যুক্তরাষ্ট্র কখনই বৈষম্য, লিঙ্গ বৈষম্য, বিচ্ছিন্নতাবাদ, বর্ণবাদের যুগে ফিরে যাবে না। লিঙ্গ সমতা ও নারীদের পুরো সম্ভাবনা কাজের লাগানোর ক্ষেত্রে অর্জিত সাফল্য নিয়ে বিতর্কের প্রেক্ষিতে অ্যান্ডু কুমো বুধবার ওই বক্তব্য দেন। তিনি বলেন, আমরা এখনো মহান হওয়ার মাইলফলক স্পর্শ করিনি। তখনই সেটি আমরা অর্জন করতে পারবো যখন যুক্তরাষ্ট্রর প্রত্যেক নাগরিককে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো। আমরা যুক্তরাষ্ট্রকে মহিমান্বিত করতে পারবো যখন নারীর প্রতি বৈষম্য দূর হবে যারা দেশের জনসংখ্যার ৫১ ভাগ। যখন প্রত্যেক সম্ভাবনাময়ী নারীর সামর্থ্য স্বীকৃতি পাবে এবং তারা দেশের অর্থনীতিতে পুরোপুরিভাবে অবদান রাখতে সক্ষম হবে। কুমোর প্রেস সচিব দানি লেভার পরে এক বিবৃতিতে জানিয়েছেন, গভর্নর বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র মহান। কিন্তু এটি এখনো এর সর্বোচ্চ মাইলফলক স্পর্শ করতে পারেনি। তার জন্য প্রত্যেক নারী, পুরুষ ও শিশুর মধ্যে পুরোপুরিভাবে সমতা নিশ্চিত করতে হবে। সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।