নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তানের ফিল্ডিং কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে ছিলেন ড্যারেন বেরি। প্রায় পাকা হয়ে ছিল সব কিছু। কিন্তু শেষ মুহূর্তে এসে আগ্রহ হারিয়ে ফেলেছেন সাবেক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। এর ফলে নতুন করে কোচ খোঁজার মিশনে নামতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবিকে)।
স্টিভ রিক্সন সরে দাঁড়ানোর পর নতুন ফিল্ডিং কোচের সন্ধানে ছিল পিসিবি। এক পর্যায়ে কোচের তালিকায় শীর্ষ পছন্দ ছিলেন বেরি। হেড কোচ মিকি আর্থারের সবুজ সঙ্কেতের পর তাকে নিয়ে আলোচনা শুরু হয় জুনের তৃতীয় সপ্তাহ থেকেই। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তার যোগ দেওয়ার কথা থাকলেও পিসিবির প্রক্রিয়াকরণে দেরি হওয়াতে বেরি ভাবতে থাকেন বিকল্প। সাফ জানিয়ে দিয়েছেন আগ্রহীনতার কথা। চুক্তির সব কিছু ঠিক হয়ে থাকার পরেও আচমকা এমন সিদ্ধান্ত জন্ম দিয়েছে প্রশ্নের। তবে পাকিস্তানের দায়িত্ব গ্রহণ না করলেও পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। একই সঙ্গে বিবিএলেও নিজের চুক্তি বহাল রেখেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বেরি জানান পারিবারিক সমস্যার কথা, ‘পিসিবি আর মিকি আর্থার আমাকে যে সুযোগ দিয়েছিল তাতে আমি কৃতজ্ঞ। পিসিবির সঙ্গে আলোচনার পর মনে হয়েছে এই মুহূর্তে আমার নতুন পরিবারকে সময় দেওয়ার চেয়ে আন্তর্জাতিক পরিসরে পুরো সময় দেওয়াটা অনেক দূরের ব্যাপার। আমি ইসলামাবাদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারবো। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক কোচিংয়ে ভূমিকা রাখার ক্ষেত্রে খোলা মনে চিন্তা করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।