Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় রোবোাটিক্স প্রতিযোগিতা কাল

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ আগামী ২১ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে হবে আন্তঃবিশ্ববিদ্যালয় রোবেটিক্স প্রতিযোগিতা। রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রোবোটিক সোসাইটি অব রুয়েটের যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহা.রফিকুল আলম বেগ। এই রোবোটিক্স প্রতিযোগিতা রোবোরান আইডিয়া কনটেস্ট এবং মেকানিক্স অলিম্পিয়াড- এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। রুয়েট অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় রোবোাটিক্স প্রতিযোগিতা কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ