Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপজাতীয় অঞ্চলে সক্রিয় মাওবাদীরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

সা¤প্রতিক সময়ে ভারতের মাওবাদী বিদ্রোহীরা কিছু বিপর্যয়ের মুখোমুখি হলেও তারা এখনো দেশটির উপজাতীয় অঞ্চলে সক্রিয় এবং গুরুতর নিরাপত্তা সমস্যা হিসেবে রয়ে গেছে। সাউথ এশিয়ান ইন্টেলিজেন্স রিভিউ (এসএটিপি)’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত ৬ আগস্ট মাওবাদীদের শক্ত ঘাঁটি ছত্তিশগড়ের সুকমা জেলায় কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওয়িস্ট) (সিপিআই[এম])’র ১৫ সদস্য নিহত ও ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে স্থানীয় মাওবাদী নেতা মাদকামী দেবাও রয়েছেন। নিরাপত্তা বাহিনী তাকে ধরার জন্য পাঁচ লাখ ভারতীয় রুপি পুরস্কার ঘোষণা করেছিলো। বিদ্রোহীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। ২০১২ সালে সুকমা জেলা গঠন করার পর থেকে সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১১৮ বিদ্রোহী নিহত হয়। অন্যদিকে বিদ্রোহীদের হাতে মারা যায় নিরাপত্তা বাহিনীর ১৪০ সদস্য। সিপিআই (এম)-এর হাজার হাজার যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষ করে ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের কিছু অংশের এদের প্রভাব রয়েছে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজাতীয় অঞ্চলে সক্রিয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ