মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তৃতীয় বিশ্ব থেকে মুসলিম ও ইংরেজি না জানা অভিবাসীদের আসা বন্ধ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার এক স্বতন্ত্র সিনেটর। তার এ বক্তৃতার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলসহ বড় রাজনৈতিক দলগুলো। অভিবাসন নীতি আরও কঠোর করে শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ার পুনর্জীবনের আহ্বান জানিয়েছেন ওই সিনেটর। ১৯৯৬ সালের পর অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এটিই সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী ভাষণ। তখন উগ্র ডানপন্থী রাজনীতিবিদ পোলেন হ্যানসন অপ্রাসঙ্গিকভাবে বলে বসেন, অস্ট্রেলিয়ায় দলে দলে এশীয় এসে ভরে যাচ্ছে। আর এবার সিনেটর ফ্রেসার অ্যানিং বলে বসেন, মুসলিম অভিবাসীদের আসা বন্ধ করা হবে কিনা তা নিয়ে গণভোটের আয়োজন করা হোক। বুধবার এক জ্বালাময়ী বক্তৃতায় তিনি বলেন, মুসলমানরা সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাধের জন্য দায়ী। এ ছাড়া তারা রাষ্ট্রীয় তহবিলের ওপর নির্ভরশীল। আদমশুমারিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার জনসংখ্যার তিন শতাংশেরও কম হচ্ছে মুসলমান। রয়টার্স, গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।