Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের শীর্ষ বৌদ্ধ সন্ন্যাসীর পদত্যাগ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

যৌন অসদাচরণের অভিযোগে সরকারি তদন্তের মুখোমুখি হওয়ার পর চীনের শীর্ষ পর্যায়ের সন্ন্যাসীদের একজন মাস্টার জুচেং বুধবার বৌদ্ধ অ্যাসোসিয়েশনের প্রধানের পদ ছেড়েছেন। বেইজিংয়ের উপকণ্ঠে লংকুয়ান মন্দিরের অধ্যক্ষ যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোরও একজন সদস্য। চীনের বৌদ্ধ অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা চেয়ারম্যান ও অন্যান্য পদ থেকে মাস্টার জুচেংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে এর পক্ষে কোনো কারণ ব্যাখ্যা করেনি। আশ্রমের সাবেক দুই সন্ন্যাসী মঠের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের নথি উপস্থাপন করলে চীনের ধর্মীয় কার্যক্রমবিষয়ক প্রশাসন একটি তদন্ত শুরু করেছে। চীনের খুদে বøগ ওয়েইবোতে অভিযোগ অস্বীকার করে পোস্ট দিয়েছেন জিওচেং। তিনি বলেন, মিথ্যা ও বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চীনে হ্যাশট্যাগ মি টু আন্দোলন গতি পাওয়ার পর এটিই বিখ্যাত ব্যক্তিদের সবচেয়ে বড় অভিযোগ। গত বছরের ডিসেম্বরে চীনে হ্যাশ মি টু পদ্ধতির আন্দোলন শুরু হয়েছে। যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ চীনে সাধারণত অস্বীকার করা হয়। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ন্যাসীর পদত্যাগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ