Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর সমাধান বুলেটে নয় জনগণকে নিয়েই : মোদি

ভারত ঘুমিয়ে থাকা হাতি নয়, চলতে শুরু করেছে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জনগণকে বুকে নিয়েই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে, বুলেট কিংবা নির্যাতনের মধ্য দিয়ে নয়। বুধবার নয়া দিল্লির লাল কেল্লায় ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের বক্তৃতায় মোদি বলেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির কাছ থেকে তার সরকার শিক্ষা নিচ্ছে। মোদি বলেন, অটল বিহারি বাজপেয়ি মানবতার ডাক দিয়েছিলেন। তিনি কাশ্মীরের সংস্কৃতি ও গণতন্ত্রের কথা বলেছিলেন। আমি অবশ্য বলছি, কাশ্মীরের জনগণকে বুকে নিয়েই সমস্যার সমাধান করতে হবে। এ সময় নরেন্দ্র মোদি ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের সর্বক্ষেত্রে উন্নয়নের ডাক দিয়েছেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে বর্তমানে গভর্নরের শাসন চলছে। এখানে দীর্ঘ প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনও হবে। তবে কবে হবে, সেটি তিনি বলেননি। স্বাধীনতা দিবসের ভাষণে গত চার বছরে নিজের সরকারের সাফল্যের খতিয়ান পেশ করলেন। সেই সঙ্গে আগামী দিনে সরকারের একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করলেন মোদি। পাশাপাশি তার দাবি- দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেই যে কোনো কড়া সিদ্ধান্ত নিতে পিছপা হন না তিনি। মোদি আরো বলেন, ভারতের মাটিতে আজ হাজার হাজার কোটি রুপির বিনিয়োগ আসছে। ভারত এখন আর ঘুমিয়ে থাকা হাতি নয়, চলতে শুরু করে দিয়েছে। যা গোটা বিশ্ব দেখছে। মোদি আশা প্রকাশ করেন, আগামী দিনে বিশ্বের নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হবে ভারত। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মই এখন নতুন ভারত। এ ছাড়া এদিন মোদি ভারতের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রসঙ্গ তাঁর বক্তব্যে তুলে ধরেন। ‘গত চার বছরে ভারতের অগ্রগতি লক্ষ্য করার মতো পর্যায়ে উঠেছে। ভারতে আজ যেমন ফসল উৎপাদন হচ্ছে, তেমনি রেকর্ড পরিমাণ লোকের হাতে উঠে এসেছে মোবাইল ফোন। ভারতে আজ কর্মসংস্থানের জোয়ার এসেছে। ডিজিটাল ইন্ডিয়া তৈরির পথে আমরা আজ এগিয়ে চলেছি।’ ভারতের সরকার প্রধান বলেন, দেশের কৃষকরা বৈজ্ঞানিক উপায়ে ফসল উৎপাদন করছে। আমাদের সার্জিক্যাল স্ট্রাইক করার মতো সাহস রয়েছে। কেউ চোখ রাঙালে ভারতের সেনা পাল্টা জবাব দিতে জানে। ভারতের মাটিতে জিএসটি ও নোটবন্দির সিদ্ধান্ত সাধারণ মানুষের কথা ভেবেই নেওয়া হয়েছে। দল নয়, দেশই আমাদের কাছে প্রথম। এনডিটিভি, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর সমাধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ