গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সাংবাদিক ও সাধারণ জনগণের ওপরে হামলা-নির্যাতন বন্ধ ও হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটি। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হামলাকারীদের গ্রেফতার ও গণমাধ্যমের ওপর আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে এক সমাবেশে এ দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।
সোসাইটির সভাপতি মোজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, সাবেক সভাপতি আবদুল কবি আবদুল হাই শিকদার, বিএফইউজের একাংশের সহ সভাপতি নুরুল আলম রোকন, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।