Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবাহনীকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ তামীমের

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : লীগ লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচটা ভালই হয়েছে দুই জায়ান্ট মোহামেডান-আবাহনীর। গত পরশু ফতুল্লায় নাইমের ৭৪, ডিকেন্সের ৫২, মুশফিকুরের ৩২ রানে ভর করে ২২২/৭ স্কোর পুঁজি নিয়ে প্রাইম দোলেশ্বরকে ৪৭ রানে হারিয়ে দিয়েছে মোহামেডান। মোহামেডানের বাঁ হাতি স্পিনার নাইম ইসলাম জুনিয়র ৪ উইকেট এবং ডিকেন্স ২ উইকেট পেয়েছেন। গতকাল একই ভেন্যুতে চার-ছক্কা বৃষ্টিতে আবাহনীকে হাসিয়েছেন তামীম। নবজাতক পুত্রসন্তানের আকিকা করে সপরিবারে ওমরাহ পালন শেষে ঢাকায় ফিরে ২৩ দিন পর ব্যাট হাতে নিয়ে ঝড় তুলেছেন তামীম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৮ চার ৫ ছক্কায় মাত্র ৯০ বলে করেছেন ১৩৯ রান! শুভাগতহোমের বলে ক্যাচ দিয়ে ফিরে এসেছেন অবশেষে। তরুণ বাঁ হাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত ৭০ এবং অভিষেক মিত্র করেছেন ৩৪ রান। এই ত্রয়ীর ব্যাটিংয়ে আবাহনী ৩২২ রানের বড় পুঁজিকে ৭৫ রানের জয়ে পরিণত করেছে আবাহনী। জবাব দিতে এসে প্রাইম ব্যাংক ২৪৭ রানে অল আউট হয়েছে। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন মেহেদী মারুফ। ৭২ বলে ৬টি চারের সাহায্যে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। ইয়াছিন রাব্বি করেন ৪৮ বলে করেন ৫৩ রান। আবাহনীর বোলারদের মধ্যে উজ্জ্বল ছিলেন এদিন জুবায়ের হোসেন লিখন। তিনি ১০ ওভারে ৬০ রান খরচায় এদিন ৪টি উইকেট নিয়েছেন। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়া তাসকিন আহমেদ ৭ ওভারে ২৮ রান খরচ করলেও উইকেট পাননি।
টি-২০ বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি, আসরের সর্বাধিক রান সংগ্রহে এমনিতেই চাঙ্গা তামীম। প্লেয়ার্স ড্রাফটে আবাহনী তাকে বেছে নেয়ায় আবাহনী অফিসিয়ালদের আস্থার প্রতিদান দিতে নিজেকে মেলে ধরার ব্রত নিয়েছেন তামীম। গতকাল প্রস্তুতি ম্যাচে দূর্দান্ত সেঞ্চুরি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে দারুণ কিছু উপহার দিতে প্রত্যয়ী এই বাঁ হাতি। গতকাল সে ইচ্ছের কথাই জানিয়েছেন তামীমÑ‘আজ যেভাবে ব্যাটিং করেছি, পুরো লীগে এমন কিছু করতে পারলে আমি সন্তুষ্ট থাকবো। আবাহনী আমাকে যে কারণে দলে নিয়েছে আমি যদি তা পূরণ করতে পারি তাহলে নিজেকে সফল ভাবব।’
প্লেয়ার্স ড্রাফটে সেরা দল গঠন করেছে আবাহনী। লীগের প্রথম পর্বের শেষ রাউন্ড থেকে সাকিবকে পেলে দলটির শক্তি যাবে বেড়ে। দলে লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলায়েন সজীব, আবুল হাসান রাজু, অভিষেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য, অমিতাভ কুমার নয়ন ও আবু বকর সিদ্দিকীর মতো খেলোয়াড়দের সমাবেশ থাকায় আবাহনীকে চ্যাম্পিয়ন করানোর টার্গেট তামীমেরÑ‘দলটা খুব চমৎকার হয়েছে। সব ধরনের কম্বিনেশন আছে এই দলে। আশা করি আমরা সবাই মিলে পারফরম্যান্স করে আবাহনীকে চ্যাম্পিয়ন করাতে পারবো। আমরা সবাই জানি আবাহনী-মোহামেডান মানে বড় দল। অন্য যে বড় দলগুলো আছে তারা চ্যম্পিয়ন হওয়ার জন্যই দল বানায়। এমন দলের সবকিছুই একটু ভিন্ন থাকে। মাঠের পরিবেশ বলেন খেলোয়াড়দের আচরণ বলেন সবকিছুই ভিন্ন থাকে অন্য দলগুলোর থেকে।’
কাগজে-কলমে সেরা দল আবাহনীর কোচের দায়িত্ব খালেদ মেহমুদ সুজনের হাতে থাকায় শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জটা নিতেই পারে আবাহনী। মাঠের পারফরমেন্স দিয়েই সেরা’র স্বাক্ষর রাখতে চান তামীমÑ‘আসলে সবকিছুই নির্ভর করবে, আমরা কিভাবে মাঠে পারফরম্যান্স করি তার উপর। মাঠে ভালো খেললেই রেজাল্ট নিজেদের পক্ষে আশা সম্ভব। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স করতে পারি সেক্ষেত্রে ফল আমাদের পক্ষেই আসবে। কাগজে-কলমে অবশ্যই আমাদের দলটা অনেক শক্তিশালী। বিপিএলে আমাদের দল চিটাগাং ভাইকিংসও অনেক শক্তিশালী ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা ৬ নম্বর হয়েছে। আসলে কাগজে-কলমে হিসেব করে লাভ নেই। মাঠে ভালো খেলতে হবে। তবেই রেজাল্ট নিজেদের পক্ষে আসবে।’
টি-২০ বিশ্বকাপ শেষে পরিবারকে লম্বা সময় দিয়ে মাঠে ফিরেই সেঞ্চুরি, তাতেই আত্মবিশ্বাস বেড়ে গেছে তামীমের। লক্ষ্য এখন একটাই, আবাহনীর হয়ে অবদান রাখাÑ‘২০ দিন পর ব্যাট হাতে নিলাম। ২০ দিন পর এমন একটি ইনিংস আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। পুরো টুর্নামেন্টে আশা করি এই ধারাটা অব্যাহত থাকবে। চেষ্টা করবো আবাহনীকে চ্যাম্পিয়ন করানোতে ভূমিকা রাখতে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনীকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ তামীমের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ