Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার ডিভিশনের শুরুতেই বিগ ম্যাচ

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের অংশগ্রহকারী দলসমূহ এখনো নূতন জার্সি পায়নি হাতে। বিসিবি’র গাইডলাইন অনুযায়ী তৈরি করা চুক্তিপত্রে খেলোয়াড়দের স্বাক্ষর এখনো বুঝে পায়নি ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিডিএম। প্লেয়ার্স ড্রাফটে বিক্রি হওয়া ক্রিকেটারদের সম্মানীর প্রথম কিস্তির টাকা (৩০ শতাংশ) বুঝে পাওয়ার তালিকাও হাতে পায়নি সিসিডিএম। মূলত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়ার কথা। তবে গতকাল ওয়ানডে ক্রিকেটের নুতন আইন নিয়ে বাইলজ অনুমোদন সভা আয়োজন শেষে লীগ যথাসময়ে মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন প্রিমিয়ার ডিভিশনের কো অর্ডিনেটর আমিন খান। আগামী ২২ এপ্রিল থেকে যথারীতি মাঠে গড়াচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। গতকাল অংশগ্রহনকারী দল সমূহের অধিনায়ক,কোচ,ম্যানেজারদের নিয়ে অনুষ্ঠিত সভা শেষে লীগের প্রথম তিন রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে সিসিডিএম। আগামী ২২ এপ্রিল উদ্বোধনী দিনেই থাকছে বিগ ম্যাচের উত্তাপ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক লিমিটেডের মুখোমুখি হচ্ছে প্রিমিয়ার ডিভিশনের নবাগত গাজী গ্রæপ ক্রিকেটার্স। একই দিনে প্লেয়ার্স ফ্রাফটে লটারী ভাগ্যে গড়া সেরা দল আবাহনী মুখোমুখি হবে মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্রের সঙ্গে। উদ্বোধনী দিনের অন্য খেলায় গত আসরের রানার্স আপ প্রাইম দোলেশ্বরের প্রতিদ্ব›দ্বী সবচেয়ে কম বাজেটের দল সিসিএস।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম এবং বিকেএসপি ‘থ্রি’তে একই দিনে তিনটি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। সূচি অনুযায়ী ২ ধাপে প্রতিটি রাউন্ড সম্পন্ন করতে ৪ দিন সময় লাগবে। বৃষ্টির শঙ্কায় প্রিমিয়ার ডিভিশনের প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে বরাদ্দ রেখেছে সিসিডিএম। প্রথম দিন ম্যাচ নিষ্পত্তি না হলে যেখানে খেলা স্থগিত হবে, সেখান থেকেই পরের দিনে হবে খেলা। প্রথম লেগের খেলা আগামী ৩ জুনের মধ্যে সম্পন্ন করতে চায় সিসিডিএম। ফলে কোলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দারাবাদ সেমিফাইনালে না উঠলে প্রথম লেগের শেষ তিনটি রাউন্ডে আইপিএলের ২ ক্রিকেটার সাকিব, মুস্তাফিজুরের খেলার সম্ভাবনা দেখছেন সিসিডিএম’র কো অর্ডিনেটর আমিন খানÑ‘সাকিব, মুস্তাফিজুরের কথা ভেবেই লীগের প্রথম পর্বের ফিকশ্চার তৈরি করা হয়েছে। হিসেব করে দেখেছি, আইপিএল খেলে লীগের প্রথম পর্বের শেষ ক’রাউন্ড খেলতে পারবেন তারা।’ তাহলে তো আবাহনী, মোহামেডানের পোয়াবারো। সুপার লীগে উঠতে পারলেই এই দুই ক্রিকেটারকে পেয়ে ভয়ংকর হয়ে উঠবে তারা।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ নিরবচ্ছিন্নভাবে শেষ হওয়ার পথে বড় বাধা হতে পারে আসন্ন রমজান। লীগের প্রথম পর্ব শেষে পবিত্র রমজানের কারনে সুপার লীগ স্থগিত রাখার বিকল্প ভাবনা মাথায় আছে সিসিডিএম’র। এমনটাই জানিয়েছেন আমিন খানÑ‘ সুপার লীগের প্রতিটি রাউন্ডে তিন ম্যাচের মধ্যে ২টি ফ্লাড লাইটের আলোয় আয়োজন করতে হবে। রমজানের সময়ে ডে-নাইট ম্যাচ খেলতে আপত্তি তুলতে পারে ক্লাবগুলো। তা ছাড়া সুপার লীগের নির্বাচিত ম্যাচগুলো টেলিভিশনে সম্প্রচারের কথা আছে, সেখানেও রমজানের মধ্যে টেলিভিশনে রাতের খেলা সম্প্রচারের সম্ভাবনা কম দেখছি। এ সব কারনেই সুপার লীগ ঈদ উল ফিতরের পর আয়োজনের কথা ভাবা হচ্ছে।’
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় আসর আর মাত্র ২ দিন পর গড়াবে মাঠে। অথচ এখনো লীগের টাইটেল স্পন্সরশিপ যোগাড় করতে পারেনি বিসিবি’র কমার্শিয়াল কমিটি। এ তথ্যই দিয়েছেন আমিন খানÑ‘স্পন্সর ঠিক করার খবর এখনো পাইনি। তিনটি ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে, তাদের সঙ্গে কথা বলতে বলেছি বিসিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তাকে। অথচ তিনি আমার প্রস্তাবকে গুরুত্বই দিলেন না।’ অবস্থাদৃষ্টে স্পন্সরহীন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ মাঠে গড়ানোর সম্ভাবনাই প্রবল দেখছেন তিনি। ঢাকার ক্লাব ক্রিকেটে স্থানীয় আম্পায়ারদের পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ নূতন নয়। অতীতে এ নিয়ে কম সমালোচনা হয়নি। তারপরও আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে বিদেশী আম্পায়ার দিয়ে আম্পায়ারিংয়ের কোন লক্ষণ দেখছে না সিসিডিএম।

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের প্রথম তিন রাউন্ডের সূচি
প্রথম রাউন্ড
তারিখ ম্যাচ ভেন্যু
২২.০৪.১৬ প্রাইম ব্যাংক-গাজী গ্রæপ মিরপুর
” প্রাইম দোলেশ্বর-সিসিএস বিকেএসপি থ্রি
” আবাহনী-কলাবাগান কেসি ফতুল্লা
(২৩ এপ্রিল রিজার্ভ ডে)
২৪.০৪.১৬ কলাবাগান একাডেমী-শেখ জামাল ফতুল্লা
” মোহামেডান-ব্রাদার্স মিরপুর
” রূপগঞ্জ-ভিক্টোরিয়া বিকেএসপি থ্রি
(২৫ এপ্রিল রিজার্ভ ডে)
দ্বিতীয় রাউন্ড
২৬.০৪.১৬ প্রাইম ব্যাংক-সিসিএস বিকেএসপি থ্রি
” প্রাইম দোলেশ্বর-কলাবাগান কেসি ফতুল্লা
” আবাহনী-শেখ জামাল মিরপুর
(২৭ এপ্রিল রিজার্ভ ডে)
২৮.০৪.১৬ কলাবাগান একাডেমী-ব্রাদার্স মিরপুর
” মোহামেডান-ভিক্টোরিয়া বিকেএসপি থ্রি
” রূপগঞ্জ-গাজী গ্রæপ ফতুল্লা
(২৯ এপ্রিল রিজার্ভ ডে)
তৃতীয় রাউন্ড
৩০.০৪.১৬ প্রাইম ব্যাংক-কলাবাগান কেসি মিরপুর
” প্রাইম দোলেশ্বর-শেখ জামাল ফতুল্লা
” আবাহনী-ব্রাদার্স বিকেএসপি থ্রি
(১ মে রিজার্ভ ডে)
০২.০৫.১৬ কলাবাগান একাডেমী-ভিক্টোরিয়া বিকেএসপি থ্রি
” মোহামেডান-রূপগঞ্জ ফতুল্লা
” সিসিএস-গাজী গ্রæপ মিরপুর

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার ডিভিশনের শুরুতেই বিগ ম্যাচপ্রিমিয়ার ডিভিশনের শুরুতেই বিগ ম্যাচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ