মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্থল ও আকাশপথে হামলায় সক্ষম নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। ভূমি থেকে ভূমিতে এবং জাহাজ থেকে সাগরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রর নাম দেওয়া হয়েছে ‘ফাহেত মোবিন’। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ইরানের নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ‘ফাহেত মোবিন’ প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতিরক্ষা শিল্পের বার্ষিকীকে সামনে রেখে সোমবার তেহরানে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির উপস্থিতিতে এ ক্ষেপণাস্ত্র উদ্বোধন করা হয়। ইরানের দাবি, স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্র রাডারসহ শত্রুপক্ষের যেকোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে প্রতিকূল আবহওয়ায়ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটি কত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তা ঘোষণা করা হয়নি। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।