Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

তালেবান রুখতে গজনিতে বিশেষ বাহিনী মোতায়েন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

আফগান সরকার তার দেশের কৌশলগত গজনি শহরে বিশেষ বাহিনী মোতায়েন করেছে। দেশটিতে তৎপর তালেবান গেরিলা গোষ্ঠী যখন শহরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে তখন সেখানে বিশেষ বাহিনী মোতায়েনের খবর এলো। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি সোমবার ভোরে এক টুইট বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, তালেবানের বিরুদ্ধে বিজয়ের ধারা অব্যাহত রাখার স্বার্থে গজনিতে জরুরীভিত্তিতে বিশেষ বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। গানির মুখপাত্র হারুন চাখানসুরি এক টুইট বার্তায় জানান যে গত রোববার রাতে এক জরুরী বৈঠকে সেখানে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। এ সময় প্রাদেশিক গভর্নর, সামরিক এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গজনি দখলে নিতে তালেবান গেরিলারা গত শুক্রবার ভোরে সেখানে হামলা চালায়। শহরটি আফগানিস্তানে দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং রাজধানী কাবুলকে সংযুক্ত করেছে। শহরটিকে নিজেদের দখলে নিতে আফগান সরকারি বাহিনী এবং তালেবান গেরিলারা এখন সেখানে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ