Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৬৬ অবৈধ অভিবাসী ফিরিয়ে দিলো ইরান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

অবৈধভাবে থাকা ২৬৬ জন পাকিস্তানি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ইরান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের তাফতান সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেডিও পাকিস্তান। খবরে বলা হয়েছে, ফেরত পাঠানো অভিবাসীরা কোনো ধরনের কাগজপত্র ছাড়াই জীবিকার জন্য ইরানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ইরানের বিভিন্ন জায়গায় থেকে দেশটির নিরাপত্তা বাহিনী তাদেরকে আটক করে প্রথমিক তদন্ত করে তাদেরকে ফেরত পাঠিয়েছে। পাকিস্তানের নাগরিকরা প্রায়ই অবৈধভাবে ইরানে প্রবেশ করছে। প্রতি বছরই ইরানের নিরাপত্তা বাহিনী তাদেরকে আটক করে পাকিস্তানের কাছে হস্তান্তর করে। ইরান এ বিষয়ে পাকিস্তানের নাগরিকদের তাদের দেশে প্রবেশের জন্য নিন্দাও জানিয়ে আসছে। ইরনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ অভিবাসী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ